Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

নতুন বছরে ফের ইডির ডাক, আবগারি দুর্নীতিতে কোণঠাসা কেজরি

এর আগেও দুবার তাঁকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ED summons Delhi CM Arvind Kejriwal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Monishankar Choudhury
  • Posted:December 22, 2023 8:39 pm
  • Updated:December 22, 2023 8:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে ফের ইডির ডাক। আবগারি দুর্নীতি মামলায় ক্রমশ কোণঠাসা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! এর আগেও দুবার তাঁকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথমবার হাজিরা দিলেও দ্বিতীয়বার সমন এড়িয়ে যান আম আদমি পার্টির সুপ্রিমো।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ৩ জানুয়ারি কেজরিকে ডেকে পাঠিয়েছে ইডি। দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দপ্তরে তাঁকে হাজির হতে বলা হয়েছে। এবারও কি সমন উপেক্ষা করবেন আপ প্রধান, তা নিয়ে জল্পনা রয়েছে। হাজিরা না দিলে কোন পথে হাঁটবে ইডি, সেই প্রশ্নও উঠছে।

Advertisement

[আরও পড়ুন: না থেকেও কংগ্রেসের বৈঠকে ‘উপস্থিত’ মমতা! আসন রফায় গতি আনছে হাত শিবির]

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়। আপের অন্দরে আশঙ্কা, হাজিরা দিলে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হবে। ইন্ডিয়া জোটের তৎপরচার মাঝে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে আপের অন্দরে চোরাস্রোত বইছে। এই গ্রেপ্তারির আশঙ্কার কথা আগেই প্রকাশ করেছেন দলের নেত্রী অতিশী মারলেনা। আর এক আপ নেতা রাঘব চাড্ডারও আশঙ্কা, কেজরিকে গ্রেপ্তার করার ‘ছক’ করছে বিজেপি। তিনি বলেছেন, নেতাদের উপর প্রতিহিংসার রাজনীতি চালিয়ে যাচ্ছে বিজেপি। আম আদমি পার্টি (আপ) ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ শরিক। সে জন্যই এই দলের প্রধান কেজরিওয়ালের দিকে প্রতিহিংসার রাজনীতি চালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা।

উল্লেখ্য, গত বছর আগস্টে দায়ের হওয়া আবগারি মামলার প্রথম এফআইআরে দিল্লির মুখ‌্যমন্ত্রীর নাম না থাকলেও চার্জশিটে কেজরির নাম রয়েছে। গত ১৬ এপ্রিল কেজরিওয়ালকে প্রায় সাড়ে নয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরে এই মামলায় বেআইনি আর্থিক লেনদেনের খোঁজ পেতে সমান্তরাল তদন্ত শুরু করে ইডি।

[আরও পড়ুন: খরাপীড়িতদের ত্রাণ আনতে বিলাসবহুল বিমানে! বিজেপির খোঁচায় অস্বস্তিতে সিদ্দারামাইয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement