সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অনুব্রত মণ্ডল কন্যা (Anubrata Mandal) সুকন্যাকে দিল্লিতে তলব করল ইডি (ED)। অনুব্রত ঘনিষ্ঠ মোট ১২ জনকে তলব করা হয়েছে বলে খবর। তাঁদের অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে।
অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা দীর্ঘদিন ধরেই পেশায় স্কুল শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন এলাকায়। কিন্তু বাবা অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর এক লহমায় বদলে গিয়েছে তাঁর জীবন। প্রশ্নের মুখে পড়েছিল তাঁর চাকরি। যদিও সেই সমস্যা মিটেছে। কিন্তু অনুব্রতর গ্রেপ্তারির পর আর স্কুলমুখো হননি সুকন্যা মণ্ডল। তথ্য বলছে আগেও তিনি স্কুলে যেতেন না। সব মিলিয়ে ফুরিয়েছে ছুটি। যার জেরে বন্ধ হয়েছে বেতন। এদিকে প্রশ্ন উঠেছে একজন সামান্য স্কুল শিক্ষিকা কীভাবে এত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন। ফলে আগেও তাঁকে জেরার মুখে পড়তে হয়েছিল। শুধু তিনি নন, অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অনুব্রতর দিল্লি যাত্রার পর ফের সুকন্যাকে তলব করল ইডি। জানা গিয়েছে, মেয়ে-সহ মোট ১২ জন অনুব্রত ঘনিষ্ঠকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যাদের মধ্যে কেউ কেউ বিদেশে গা ঢাকা দিয়েছে বলেও খবর। নেপথ্যে বাংলাদেশ যোগের তত্ত্বও খাঁড়া করেছেন কেউ কেউ। শোনা যাচ্ছে, এবার মেয়ে ও বাবা অর্থাৎ সুকন্যা ও অনুব্রতকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনাও রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.