সোমনাথ রায়, নয়াদিল্লি: গরু পাচার মামলার তদন্তে আরও তৎপর ইডি। ইতিমধ্যেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেপ্তার করা হয়েছে। তলব করলেও হাজিরা এড়িয়েছেন অনুব্রতকন্যা সুকন্যা। সূত্রের খবর, আরও তথ্যের খোঁজে অনুব্রত ঘনিষ্ঠ অন্তত ১২ জনকে তলব করেছে ইডি।
ইডি সূত্রে খবর, ওই ১২ জনের তালিকায় রয়েছেন বীরভূমের নিচু বাঁধগোড়ার বাসিন্দা কৃপাময় ঘোষ। পেশায় মৎস বিভাগের কর্মী। সূত্রের খবর, কৃপাময় অনুব্রতর সম্পত্তির দেখভাল করতেন। অনুব্রতর দিল্লিযাত্রার দিনে শক্তিগড়ের রেস্তরাঁয় দেখা গিয়েছিল তাঁকে। ইডি তলব করেছে সুকন্যা মণ্ডলের গাড়িচালক তুফান মৃধাকেও। মাসখানেক আগে সিবিআই তাঁকে জেরা করে। অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পীট এবং চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য-সহ আরও অনেককেই তলব করেছে। সূত্রের খবর, প্রত্যেককে অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।
গরু পাচার মামলায় গত আগস্টে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। আসানসোল বিশেষ সংশোধনাগারের পর তাঁর বর্তমান ঠিকানা দিল্লি। গ্রেপ্তারির পর থেকে নামে বেনামে অনুব্রতর একাধিক সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা। হন্যে হয়ে সম্পত্তির উৎসের খোঁজে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.