ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডির তলবে সাড়া দিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে দায়ের হওয়া মামলার তদন্তে দেবকে (Dev) ডেকে পাঠিয়েছিল ইডি। বুধবার অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দপ্তরে। সেই মতো বুধবার সকাল এগারোটায় ইডির দপ্তরে উপস্থিত দেব।
প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি দেবকে তলব করে ইডি (ED)। এর আগে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি কলকাতায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেবার প্রায় পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা। জিজ্ঞাসাবাদের শেষে দেব জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যতবার তাঁকে ডাকবে ততবার তিনি যাবেন। এর আগে ইডিও (ED) একবার তলব করে অভিনেতাকে। যদিও দীর্ঘদিন দেবকে কোনওরকম ডাকাডাকি করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।
এই পরিস্থিতিতে গত ১৫ ফেব্রুয়ারি ফের তাঁকে তলব করে ইডি। আর সেই ডাকে সাড়া দিয়ে বুধবাসরীয় সকালে একেবারে এগারোটার সময়ই তাঁকে দেখা গেল দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দপ্তরে। যদিও অভিনেতা-সাংসদ ইডির ডাকে সাড়া দেবেন কিনা তা নিয়ে জল্পনা ছিল। কিন্তু মঙ্গলবারই দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, সময়মতোই হাজিরা দেবেন ঘাটালের সাংসদ। শুধু বুধবার নয়, যতবার ইডি বা সিবিআই ডাকবে, ততবারই তিনি হাজিরা দেবেন। যা যা জানতে চাইবেন তদন্তকারীরা, সব প্রশ্নের উত্তর দেবেন তিনি। সব নথিপত্র নিয়ে যাবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.