Advertisement
Advertisement
Arvind Kejriwal

‘বিচারাধীন বন্দিদের বলার অধিকার নেই…’, কেজরির জামিনের আবেদনে তুলোধনা ইডির

নির্বাচনের আগে খুন করলে কি গ্রেপ্তার হবেন না? আদালতে প্রশ্ন ইডির।

ED slams AAP remark on hearing of Arvind Kejriwal bail petition

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 3, 2024 6:16 pm
  • Updated:April 3, 2024 6:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপরাধীদের গ্রেপ্তার করে জেলে পাঠানোটাই উচিত। অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জামিনের আবেদনে শুনানি চলাকালীন এভাবেই আক্রমণ শানালেন ইডির আইনজীবী। নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে কেজরিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বারবার অভিযোগ তুলেছে আপ। সেই কথাকে উড়িয়ে দিয়ে ইডির দাবি, নির্বাচনের আগে যদি কোনও নেতা খুন করেন তাহলে কি তাঁকে গ্রেপ্তার করা হবে না?

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রীকে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তারির বিরোধিতা করে দিল্লি হাই কোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছেন আপ সুপ্রিমো। বুধবার তাঁর হয়ে শুনানি করতে গিয়ে বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, কেজরিওয়ালের অপমান করাটাই ইডির একমাত্র উদ্দেশ্য। আপকে অকেজো করে দিতেই গ্রেপ্তার করা হয়েছে কেজরিকে। কারণ দিল্লির সাতটি আসনে বিজেপিকে (BJP) হারানোর ক্ষমতা একমাত্র আপেরই (AAP) আছে। সেই জন্যই ঠিক নির্বাচনের আগে গ্রেপ্তার করা হয়েছে কেজরিকে।

Advertisement

[আরও পড়ুন: প্রধান বিচারপতির সামনেই আত্মহত্যার চেষ্টা, কর্নাটক হাই কোর্টের ঘটনায় চাঞ্চল্য]

এই সওয়ালের পরেই কেজরির গ্রেপ্তারি নিয়ে পালটা সওয়াল করেন ইডির (ED) আইনজীবী এসভি রাজু। তাঁর কথায়, “যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচনের আগেই খুন করেন, তাহলে কি তাঁকে গ্রেপ্তার করা হবে না? তাঁর গ্রেপ্তারিতে কি নির্বাচনে প্রভাব পড়বে? অপরাধীদের গ্রেপ্তার করে জেলে পাঠানোই উচিত। বিচারাধীন বন্দিরা বলতে পারেন না আমরা অপরাধ করলেও আমাদের গ্রেপ্তার করা যাবে না কারণ কয়েকদিনের মধ্যেই নির্বাচন।” ইডির সাফ দাবি, আবগারি মামলার সঙ্গে সরাসরি কেজরির যোগ রয়েছে। দুপক্ষের শুনানির পর রায়দান স্থগিত রেখেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রায় দেবে দিল্লি হাই কোর্ট। 

প্রসঙ্গত, সোমবার থেকে জেল হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আপের সূত্রের দাবি, জেলে কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা ওঠাপড়া করছে। একবার মাত্রা ৫০-এর নিচেও নেমে যায় বলে দাবি। আর তার পর থেকে নিয়মিত তাঁর সুগারের মাত্রার পরিমাপ করা হচ্ছে। আপাতত বাড়ির থেকে পাঠানো খাবারই খাচ্ছেন কেজরি। ইডি হেফাজতে থেকে সাড়ে চার কেজি ওজনও কমে গিয়েছে তাঁর।

[আরও পড়ুন: এ কোন সমাজ! রাস্তায় লাঠি দিয়ে মা’কে মার, চুপচাপ ‘গুণধর’ ছেলের কাণ্ড দেখল পথচারীরা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement