ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টমবার ইডি (ED) তলব অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় এর আগে সাতবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সোমবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু কেজরি সেই সমন এড়িয়ে যাওয়ার পরের দিনই ফের তলব করল ইডি।
গত ২২ ফেব্রুয়ারি সপ্তমবারের জন্য সমন পাঠানো হয়েছিল কেজরিকে (Arvind Kejriwal)। সোমবারে তাঁকে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়। কিন্তু সপ্তমবারেও হাজিরা দেননি আপ সুপ্রিমো। ইডি সমনকে বেআইনি বলে দাবি করে আপের তরফে বিশেষ বিবৃতি জারি করা হয়। ইডিকে খোঁচা মেরে আপের দাবি, আদালতের রায়ের জন্য অপেক্ষা করা উচিত ইডির। কিন্তু আদালতের রায় আসার আগেই বারবার সমন পাঠিয়ে চলেছে। আসলে ইডির উদ্দেশ্য কেজরিওয়ালকে গ্রেপ্তার করা।
এহেন পরিস্থিতিতে ফের অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি। সূত্রের খবর, আগামী ৪ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। দিল্লির আবগারি দুর্নীতি ও সেখান থেকে আর্থিক তছরুপের অভিযোগে একাধিক আপ নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। জেলে গিয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, সাংসদ সঞ্জয় সিং। সেই অভিযোগেই টানা আটবার তলব করা হল কেজরিওয়ালকে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর প্রথমবার সমন পাঠানো হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। শুরু থেকেই আম আদমি পার্টি শুরু থেকেই দাবি করে আসছে, শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই। তবে কেজরি পঞ্চমবার তলব এড়ানোর পরেই আদালতের দ্বারস্থ হয় ইডি। দিল্লির একটি স্থানীয় আদালতে আবেদন করে তারা। এখনও ইডি তলব নিয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত। আপের মতে, আদালতের রায়ের জন্য অপেক্ষা করা উচিত। আগামী ১৬ মার্চ এই মামলার শুনানি রয়েছে। তার আগেই ফের ইডি তলব কেজরিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.