সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) ভাই ইকবাল কাসকরের বিরুদ্ধে বড় পদক্ষেপ ইডির। আর্থিক তছরুপ মামলায় মহারাষ্ট্রের থানেতে অবস্থিত কাসকরের এক বিলাসবহুল ফ্ল্যাট বাজেয়াপ্ত করলেন তদন্তকারীরা। ২০১৭ সালে এক তোলাবাজি মামলার জেরেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, তোলাবাজি করে আদায় করা থানের এই ফ্ল্যাটের মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা। এই তোলাবাজিতে কাসকরের পাশাপাশি যুক্ত তাঁর সঙ্গী মুমতাজ শেখ ও ইসরার সইদ। দাউদের নাম করে জোর করে এই ফ্ল্যাট দখল করা হয়েছিল। তদন্তে জানা গিয়েছে, বিলাসবহুল এই ফ্ল্যাট মুমতাজের নামে রেজিস্টার। রিয়েলস্টেট ব্যবসায়ী সুরেশ মেহেতা ও তাঁর সংস্থা দর্শন এন্টারপ্রাইজকে হুমকি দিয়ে ১০ লক্ষ টাকার চেকের মাধ্যমে দখল করা হয়েছিল ফ্ল্যাটটি। পরে সেই ১০ লক্ষ টাকাও ফেরত নেওয়া হয়।
ইডি আধিকারিকদের দাবি, ফ্ল্যাটটি যে টাকার বিনিময়ে কেনা হয়েছে এর সঙ্গে তোলাবাজির যোগ নেই, তা দেখানোর জন্য ১০ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছিল পরে তা হুমকি দিয়ে ফিরিয়েও নেওয়া হয়। ২০১৭ সালে এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল পুলিশের কাছে। গ্রেপ্তারও করা হয় কাসকরকে। ২০২২ সালে ইডি আধিকারিকরা মুম্বই-সহ দেশের নানা প্রান্তে দাউদ ও তাঁর গ্যাংয়ের সম্পত্তির বিষয়ে কাসকরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই কাসকর-সহ বাকি দুই অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বহু নথি উদ্ধার করেন তদন্তকারী।
উল্লেখ্য, বর্তমানে পাকিস্তানেই লুকিয়ে রয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। তবে সেখানে থাকলেও ভারতের মাটিতে শিকড় ছড়িয়ে রেখেছিল দাউদ গ্যাং। এবং পাকিস্তান থেকেই মুম্বইতে ভাইদের প্রতিমাসে ১০ লক্ষ টাকা করে পাঠাত দাউদ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরায় প্রকাশ্যে আসে এই তথ্য। ভারতে ছড়িয়ে থাকা দাউদের নেটওয়ার্ক ভাঙছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.