ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া নিরাপত্তার মধ্যেই হেমন্ত সোরেনকে (Hemant Soren) জেরা করতে পৌঁছল ইডির দল। বুধবার দুপুর একটা নাগাদ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছেন ইডি আধিকারিকরা। তাঁদের সঙ্গে রয়েছেন সিআরপিএফের বিশাল বাহিনী। ইতিমধ্যেই বাসভবনের আশেপাশে জারি হয়েছে ১৪৪ ধারা। সূত্রের খবর, হেমন্ত যদি ইডির (ED) হাতে গ্রেপ্তার হন তাহলে শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তায় কড়াকড়ির ব্যবস্থা করেছে ঝাড়খণ্ড (Jharkhand) সরকার।
জানা গিয়েছে, ইডির জেরা শুরুর আগে বাবা শিবু সোরেনের সঙ্গে দেখা করেন হেমন্ত। বিশেষজ্ঞদের অনুমান, হেমন্ত গ্রেপ্তার হলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন তাঁর স্ত্রী কল্পনা। সম্ভবত সেই নিয়ে আলোচনা করতেই বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হেমন্ত। এছাড়াও বুধবার সকাল থেকে নিরাপত্তা নিয়ে বিশেষ ব্যবস্থা করছে ঝাড়খণ্ড সরকার। জানা গিয়েছে, অর্থসচিবের নেতৃত্বে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারিও মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে হেমন্তকে জেরা করেছিল ইডি। কিন্তু জমি দুর্নীতিতে আর্থিক তছরুপ মামলায় সেদিনের জেরায় সন্তুষ্ট হতে পারেননি আধিকারিকরা। সে জন্যই আবারও জেরা করতে সমন পাঠায় ইডি। সেই সমন অনুযায়ী বুধবার দুপুর একটা নাগাদ হেমন্তের বাড়িতে পৌঁছয় ইডির দল। তার আগে থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবন। ওই এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। জেরা শুরুর আগে জেএমএম বিধায়কদের অধিকাংশই মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির হয়েছিলেন। প্রতিবাদ শুরু করেছেন দলীয় কর্মী-সমর্থকরাও। রাজভবন পর্যন্ত মিছিল করারও পরিকল্পনা রয়েছে তাঁদের।
#WATCH | Ranchi | A team of ED officials arrive at the residence of CM Hemant Soren for questioning in connection with a money laundering case linked to an alleged land scam. pic.twitter.com/zoZinY1w6Y
— ANI (@ANI) January 31, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.