সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলল ১০৪ কোটি টাকা৷ তাঁর ভাইয়ের অ্যাকাউন্ট থেকে ১.৪৩ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে৷ জানা গিয়েছে, কেন্দ্র পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল সিদ্ধান্ত ঘোষণার পরই দু’টি ক্ষেত্রেই এই বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে৷ আর দু’টি অ্যাকাউন্টই রয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কারোল বাগ শাখায়৷
সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে এই খবর জানানো হয়েছে৷ স্বাভাবিকভাবে এরফলে ভোটমুখী উত্তরপ্রদেশে যথেষ্ট বিপাকে পড়লেন মায়াবতী৷ সে রাজ্যের ক্ষমতাসীন দল সমাজবাদী পার্টি এবং বিজেপি-র পক্ষ থেকে এই নিয়ে মায়াবতীর দলকে আক্রমণও শুরু হয়ে গিয়েছে৷ ইডি-র একটি সূত্র উদ্ধৃত করে এদিন সংবাদসংস্থা জানিয়েছে, নোট বাতিলের পর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরনো নোট জমার উপর নজর রাখছিল ইডি৷ আর তখনই অ্যাকাউন্ট পরীক্ষা করতে গিয়ে এই দু’টি অ্যাকাউন্টের সন্ধান মেলে৷ এই অ্যাকাউন্টগুলিতে কয়েকদিনের মধ্যে অস্বাভাবিক অঙ্কের পুরনো নোটের টাকা জমা হওয়ায় তাতে নজর পড়ে ইডির৷
BSP accounts are also being scrutinized; more than Rs 104 cr suspected to be deposited in party fund: Sources
— ANI (@ANI_news) December 26, 2016
জানা গিয়েছে, বিএসপির অ্যাকাউন্টে পুরনো ১০০০ টাকার নোটে ১০১ কোটি টাকা এবং পুরনো ৫০০ টাকার নোটে তিন কোটি টাকা জমা পড়েছে৷ ইডি-র তরফে খবর, ব্যাঙ্কের সিস্টেমে দেখা যাচ্ছে প্রতিদিনই প্রায় ১৫ থেকে ১৭ কোটি টাকা ওই অ্যাকাউন্টে জমা পড়েছে৷ এই শাখাতেই বিএসপি সুপ্রিমো আনন্দের অ্যাকাউন্টে নোট বাতিলের পর জমা পড়েছে ১.৪৩ কোটি টাকা৷ ইডি বিএসপির অ্যাকাউন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য ব্যাঙ্কের কাছে জানতে চেয়েছে৷ চাওয়া হয়েছে ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজও এছাড়াও৷ বিষয়টি তারা আয়কর দফতরকে জানাচ্ছে৷ কারণ, রাজনৈতিক দলগুলির চাঁদা সংগ্রহ সংক্রান্ত বিষয় নিয়ে আইনি ক্ষমতা রয়েছে আয়কর দফতরের৷ তবে আনন্দের অ্যাকাউন্ট নিয়ে তদন্ত করছে ইডি৷ এমনকী ইডি-র তরফে আনন্দকে নোটিসও পাঠানো হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর৷
ED has also sent a notice to Mayawati’s brother regarding his benami transactions and investment in shell companies & real estate: Sources
— ANI (@ANI_news) December 26, 2016
আগামী বছরেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার ভোটের আগে অনুকূল পরিস্থিতিতে রয়েছে বিএসপি৷ কিন্তু ঘটনায় সমীকরণ ফের বদলে যেতে পারে বলে মত রাজনৈতিক মহলের৷ এমন পরিস্থিতিতে রাজনৈতিক সুবিধা তোলার সুযোগ সপা বা বিজেপি কেউই হাতছাড়া করবে না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.