সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েক। এবার ইসলামিক ধর্মগুরুর বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। এর আগে একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগ থাকলেও এই প্রথম জাকিরের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। ২০১৬ সালের একটি আর্থিক প্রতারণা মামলায় পেশ করা হয়েছে চার্জশিট।
জাকির নায়েক সম্প্রতি একাধিক ইস্যুতে বিপাকে। শ্রীলঙ্কায় ইস্টার ডে’ তে হামলার পিছনে তাঁর উত্তেজক বক্তৃতার প্রভাব আছে বলে মনে করছে সেদেশের তদন্তকারীরা। আর সেই অভিযোগেই তাঁর বিতর্কিত পিস টিভি বন্ধ করেছে শ্রীলঙ্কা। কিছুদিন আগেই মালয়েশিয়া থেকে তাঁকে প্রত্যার্পণের ব্যাপারে কথাবার্তা শুরু করেছে ভারত। এরই মধ্যে নতুন করে তাঁর বিপত্তি বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০১৬ সালের একটি আর্থিক কেলেঙ্কারি মামলায় জাকিরের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। জাকির এবং অন্যান্যদের মোট ১৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এর মধ্যে খালি জাকিরেরই ৫০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে ভারতে ‘পিস টিভি’ নামের একটি চ্যানেলের মাধ্যমে বেশ কয়েকবছর ধরে ভারতে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে নায়েকের বিরুদ্ধে। ২০১৬ সালে জঙ্গিযোগের অভিযোগে নিষিদ্ধ করা হয় তাঁর ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’কে। ইতিমধ্যেই পুলিশের কাছে জেরায় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে জাকির নায়েকের আঁতাঁত ও ঘনিষ্ঠতার কথা ফাঁস করেছে দাউদের ভাই ইকবাল কাসকার। ডি-কোম্পানির সঙ্গে জাকির নায়েকের দীর্ঘদিন ধরেই আর্থিক লেনদেন রয়েছে বলে অভিযোগ । শুধু হাওয়ালার মাধ্যমেই তাদের মধ্যে কোটি কোটি আর্থিক লেনদেন হত।
ED files prosecution complaint against Zakir Naik and others. Total amount of Rs 193.06 crore has been identified as proceeds of crime. ED had registered a money laundering case against Naik and others on 22.12.2016 (file pic) pic.twitter.com/V2x4W3zedM
— ANI (@ANI) May 2, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.