সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ডায়াবেটিসের রোগী। কিন্তু জেলে বসে খেয়ে চলেছেন চিনি দিয়ে চা, কলা, মিষ্টি, আম! অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে এমনই দাবি ইডির। কিন্তু কেন এমন করছেন আপ সুপ্রিমো? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধির বক্তব্য, ”উনি খুব ভালো করেই জানেন এই ধরনের খাবার খেলে ওঁর ব্লাড সুগার বাড়বে।” তাঁর দাবি, এভাবে ব্লাড সুগার বাড়িয়ে ‘মেডিক্যাল ব্যাকগ্রাউন্ড’ দেখিয়ে জামিন পেতে চাইবেন কেজরি। এটাই তাঁর নতুন ‘ছক’।
বৃহস্পতিবার আদালতে ইডির (ED) প্রতিনিধি বলেন, ”অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) খাচ্ছেন চিনি দিয়ে চা, পুরী, আলু সবজি, কলা এই সব। উনি টাইপ ২ ডায়াবেটিস মেলিটাস ব্লাড সুগারের রোগী। ভালো করেই জানেন এই সব খাবার খেলে ওঁর ব্লাড সুগার বাড়বে।” প্রসঙ্গত, আদালতের নির্দেশে জেলে বসে বাড়ির পাঠানো খাবারই খাচ্ছেন আপ সুপ্রিমো।
আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে কেজরিওয়ালের ঠিকানা তিহার জেল। এই পরিস্থিতিতে জামিনের আবেদন করার সময় চিকিৎসকের পরামর্শের কথা বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিহাড় জেল কর্তৃপক্ষের প্রতি আদালতের নির্দেশ, কেজরিওয়াল কী খাবার খাচ্ছেন তার তালিকা পেশ করার। এর পরই ইডি সেই তালিকা পেশ করে কাঠগড়ায় তোলেন কেজরিকে। দাবি করা হয়, মেডিক্যাল এমার্জেন্সি তৈরি করে সহানুভূতি আদায় করে জামিন পেতে চাইছেন কেজরিওয়াল। প্রতিদিন দুবার করে কেজরির রক্তে শর্করার মাত্রা মাপেন কেজরিওয়াল। বলা হয়েছে, গত ১ এপ্রিল কেজরির কে নিয়ে আসা হয় তিহাড় জেলে। সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রীর রক্তে চিনির মাত্রা ছিল ১৩৯ এমজি/ডিএল। সেটাই ১৪ এপ্রিল সকালে দাঁড়ায় ২৭৬ এমজি/ডিএল। এর পর আদালত চিকিৎসক নির্দেশিত কেজরিওয়ালের খাবারের তালিকা এবং তিনি আসলে কী খাচ্ছেন সেই তালিকা পেশ করার নির্দেশ দেয়। শুক্রবার ফের এই মামলার শুনানি হওয়ার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.