Advertisement
Advertisement
Sanjay Raut

সঞ্জয় রাউতের জমি-ফ্ল্যাট বাজেয়াপ্ত করল ED, রাজনৈতিক চক্রান্তের অভিযোগ শিব সেনার

'ভয় পাচ্ছি না', প্রতিক্রিয়া রাউতের।

ED attaches Shiv Sena MP Sanjay Raut's properties under PMLA Act | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 5, 2022 5:46 pm
  • Updated:April 5, 2022 9:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চউল জমি দুর্নীতি মামলায় (Chawl Land Scam Case) তদন্তে নেমে শিব সেনা (Shiv Sena) নেতা সঞ্জয় রাউতের (Sanjay Raut) একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (ED)। নেতার আলিবাগের জমি এবং মুম্বইয়ের দাদরে একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় শিব সেনার প্রতিক্রিয়া, গোটাটাই বিজেপির রাজনৈতিক চক্রান্ত।

ইডি সূত্রে জানা গিয়েছে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের (Prevention of Money Laundering Act) আওতায় সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, মুম্বইয়ের একটি ‘চউল’ (বস্তি) পুননির্মাণের প্রকল্পে ১ হাজার ৩৪ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছিল। এই ঘটনায় তদন্তে নেমেই সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও ইডির পদক্ষেপে তিনি ভীত নন বলে নিজের প্রতিক্রিয়ায় জানিয়ে দিয়েছেন শিব সেনা নেতা।

Advertisement

[আরও পড়ুন: উত্তর-পূর্ব ভারত দিয়ে বাংলায় ঢোকার চেষ্টা? ত্রিপুরায় গ্রেপ্তার ৩ JMB জঙ্গি]

সঞ্জয় রাউত বলেছেন, “আমি সেই লোক না যে ভয় পেয়ে যাবে। আমার সম্পত্তি বাজেয়াপ্ত করুন, আমাকে গুলি করুন, জেলে পাঠান। মনে রাখবেন আমার পথপ্রদর্শক বালা সাহেব ঠাকরে, আমি এক জন শিব-সৈনিক। উনি লড়াই করেছিলেন এবং অনেকের মুখোশ খুলে দিয়েছিলেন। আমি সেই লোক নই যে চুপ করে থাকব। এখন ওদের মজা করতে দিন, প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসবেই।” এদিকে সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত ঘটনার নিন্দায় সরব হয়েছে শিব সেনা নেতা তথা মহারাষ্ট্রে মন্ত্রী আদিত্য ঠাকরে। তিনি বলেন, “যা ঘটেছে সবটাই রাজনৈতিক চক্রান্ত। এর সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই।”

উল্লেখ্য, চউল জিম দুর্নীতি মামলায় (Chawl Land Scam Case) গত ফেব্রুয়ারি মাসেই মহারাষ্ট্রের ব্যবসায়ী প্রবীণ রাউতকে (Pravin Raut) গ্রেপ্তার করেছিল ইডি। শুধু তাই নয়, গত বছর পিএমসি ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সঞ্জয়ের স্ত্রী বর্ষা রাউতকে (Barsha Raut) ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

[আরও পড়ুন: ‘সবস্তরে ঐক্য চাই’, সোনিয়ার বার্তার দিনই কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন আহমেদ প্যাটেলের ছেলে]

ইডি-র চার্জশিটে সংস্থা এইচডিআইএল-এর (HDIL) প্রবীন, সারং ওয়াধওয়ান এবং রাকেশ ওয়াধওয়ানের পাশাপাশি গুরুআশিস কনস্ট্রাকশনকেও আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই এই মামলায় আটক করা হয়েছে সারং ওয়াধওয়ানকে। এই বিষয়ে ইডি জেনেছে, গুরুআশিস কনস্ট্রাকশনকে কয়েক বছর আগে মুম্বই শহরতলির গোরেগাঁও পশ্চিমে পুনর্নির্মাণের একটি কাজের বরাত দিয়েছিল মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement