Advertisement
Advertisement
Bibek Debroy

প্রয়াত প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায়, শোকপ্রকাশ মোদি-মমতার

মোদি জমানায় ভারত সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও অনুবাদক।

Economist and chairman of PM Modi's economic advisory council Bibek Debroy died
Published by: Subhajit Mandal
  • Posted:November 1, 2024 11:06 am
  • Updated:November 1, 2024 2:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ ও অনুবাদক বিবেক দেবরায়। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মোদি জমানায় ভারত সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। মৃত্যুর দিন পর্যন্ত কাজ করেছেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসাবে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বিবেক দেবরায়, দেশের প্রথম সারির অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম। গত কয়েক বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন তিনি। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত নীতি আয়োগের সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত হন। এর আগে পুণের গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স এবং ইকনমিক্সের চ্যান্সেলার পদেও কাজ করেছেন তিনি। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রধান পদেও ছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ সালের মধ্যে ‘উন্নত ভারত’ গড়ার লক্ষ্যে যে অমৃতকালের অর্থনৈতিক বিশেষজ্ঞদের কমিটি গড়েছেন, সেই কমিটিতেও ছিলেন দেবরায়।

Advertisement

অর্থনীতিবিদ হওয়ার পাশাপাশি আরও একাধিক পরিচয় রয়েছে বিবেক দেবরায়ের। তিনি বিশিষ্ট অনুবাদক এবং শাস্ত্রজ্ঞ। রামায়ণ, মহাভারত, পুরাণের মতো বহু হিন্দু ধর্মগ্রন্থ ইংরাজিতে অনুবাদ করেছেন তিনি। অর্থনীতির উপরও বহু পরিচিত গ্রন্থের লেখক বিবেকবাবু। ২০১৬ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে ভারত সরকার।

বিবেক দেবরায়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে অর্থনৈতিক মহলে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলছেন, “বিবেক দেবরায় প্রাজ্ঞ ব্যক্তিত্ব, অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি আধ্যাত্মিকতা-সহ বহু ক্ষেত্রে প্রগাঢ় জ্ঞানের অধিকারী ছিলেন। ভারতের জ্ঞানচর্চায় তাঁর অবদান অনস্বীকার্য।”

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিবেক দেবরায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement