Advertisement
Advertisement

৩ জুন থেকে ইভিএমে কারচুপি করে দেখানোর ডাক কমিশনের

২৬ মে'র মধ্যে কমিশনের কাছে তিনজন করে প্রতিনিধির নাম জমা দিতে হবে দলগুলিকে৷

ECI throws open challenge to all national & state political parties from 3 June onward
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2017 10:52 am
  • Updated:May 20, 2017 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর নির্বাচন কমিশনের কাছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে কারচুপি, ত্রুটির অভিযোগ জমা পড়েছিল৷ কিন্তু সেই সব অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ জমা দিতে ব্যর্থ অভিযোগকারীরা, শনিবার এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি৷ তিনি এও জানিয়ে দিলেন, ভবিষ্যতে সব ভোট ইভিএমেই হবে৷ সঙ্গে থাকবে ভিভিপ্যাট৷ ইভিএমে ভোট হলে স্বচ্ছতা বজায় থাকবে, মত কমিশনের৷

ইভিএমে কারচুপি করে দেখাতে সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আসার জন্য চ্যালেঞ্জ জানায় নির্বাচন কমিশন৷ শনিবার কমিশন ঘোষণা করল, আগামী ৩ জুন থেকে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলগুলি ইভিএম হ্যাক করে দেখাক৷ এর জন্য ২৬ মে বিকেল ৫টার মধ্যে কমিশনের কাছে তিনজন করে প্রতিনিধির নাম জমা দিতে হবে আগ্রহী রাজনৈতিক দলগুলিকে৷ ইভিএম হ্যাক বা নিয়ন্ত্রণ করে ভোটে কারচুপি করা সম্ভব বলে কয়েকটি রাজনৈতিক দল দাবি করে৷ কিন্তু এদিন সব অভিযোগ উড়িয়ে নাসিম জাইদি বলেন, ইভিএম একটি ‘ওয়ান টাইম প্রোগ্রামেবল’, তার মধ্যে কোনও ওয়াই-ফাই চিপ নেই৷ তাই ইভিএমে ‘ট্রোজ্যান হর্স’ ঢোকানো সম্ভব নয়৷ ফলে যে কোনও বোতাম টিপলে একটিই চিহ্নে ভোট পড়বে, এমন কারচুপি করা সম্ভব নয়৷ মানুষের ভরসা অটুট রাখতেই কমিশন এই ‘ওপেন চ্যালেঞ্জ’-এর ডাক দিল বলে জানান নাসিম জাইদি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement