Advertisement
Advertisement
ECI

ভবিষ্যতে যেন না হয়! হরিয়ানার ফল নিয়ে ‘ভিত্তিহীন’ প্রশ্ন তোলায় কংগ্রেসকে হুঁশিয়ারি কমিশনের

কমিশন বলছে, ভোটের সময় এই ধরনের অভিযোগ জনমানসে অসন্তোষ সৃষ্টি করতে পারে।

ECI rejects Congress' allegation over irregularities in Haryana polls, calls them 'baseless, misplaced'
Published by: Subhajit Mandal
  • Posted:October 29, 2024 7:54 pm
  • Updated:October 29, 2024 8:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার ফলাফল নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, সেগুলি ভিত্তিহীন, অবাস্তব এবং উদ্দেশ্যপ্রণোদিত। সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। হরিয়ানার ফল নিয়ে সংশয় প্রকাশ করেছিল কংগ্রেস। হাত শিবিরের তরফে দলের সদর দপ্তর থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল, এই ফলাফল মানুষের রায়ের প্রতিফলন নয়। সিস্টেমকে ব্যবহার করে কংগ্রেসকে হারানো হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে কড়া ভাষায় মল্লিকার্জুন খাড়গের দলকে সতর্ক করল নির্বাচন কমিশন। হাত শিবিরকে বলে দেওয়া হল, ভবিষ্যতে যেন এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা হয়।

হরিয়ানায় যতগুলি সংস্থা ভোট পরবর্তী সমীক্ষা করেছিল, সবাই একযোগে জানায় এবার সেরাজ্যে ১০ বছরের বিজেপি শাসনের অবসান হবে। এবং কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা দখল করবে। কিন্তু শেষ ফলাফল বলছে, হরিয়ানায় ফের জয় হয়েছে বিজেপিরই। কংগ্রেস অনেক পিছিয়ে। বিজেপি যেখানে ৪৮টি আসন পেয়েছে। সেখানে কংগ্রেসের দখলে ৩৭ আসন। কিন্তু জনতার এই রায় মানতে চায়নি কংগ্রেস। হাত শিবিরের দাবি, এই ফলাফল সেরাজ্যের বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়। এটা বাস্তব পরিস্থিতির বিপরীতে যাচ্ছে। এটা হরিয়ানার মানুষের মতামতের বিপক্ষে যাচ্ছে। এই ফলাফল মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

Advertisement

কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে সরকারিভাবে অভিযোগও দায়ের করা হয়। ভোটগণনা প্রক্রিয়া, ইভিএম, এবং আধিকারিকদের আচরণ সব নিয়েই অভিযোগ করা হয়েছিল। মঙ্গলবার পালটা ১৬৪২ পাতার চিঠি লিখে হাত শিবিরের সব অভিযোগ খণ্ডন করল কমিশন। সাফ জানিয়ে দেওয়া হল, কংগ্রেস কোনওরকম প্রমাণ ছাড়াই এই সব অভিযোগ তুলছে। যা সমর্থনযোগ্য নয়।

কমিশন বলছে, ভোটের সময় এই ধরনের অভিযোগ জনমানসে অসন্তোষ সৃষ্টি করতে পারে। বারবার মানুষের মনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্দেহের বীজ বপণ করা হচ্ছে। কংগ্রেসের মতো এতদিনের অভিজ্ঞ জাতীয় দলের কাছে এটা প্রত্যাশিত নয়। কংগ্রেসের উচিত কড়া হাতে এই ধরনের প্রচারে বন্ধ করতে উদ্যোগ নেওয়া।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement