সোমনাথ রায়, নয়াদিল্লি: পুলিশের উদ্দেশ্যে বির্তকিত মন্তব্য ও অশোক স্তম্ভকে অপমানের অভিযোগ। এবার রাজ্য বিজেপির সভাপিত সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। সোমবার রাত আটটার মধ্যে তাঁর জবাব তলব করা হয়েছে।
মাঝে মাত্র একদিন। আগামী বুধবার অর্থাৎ ১৩ নভেম্বর বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচন। ভোটকে কেন্দ্র করে সরগরম রাজ্য-রাজনীতি। তৃণমূলের অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটে জিততে চাইছে বিজেপি। ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগও তোলা হয়েছে। এখানেই শেষ নয়, রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে তৃণমূল। তার পরিপ্রেক্ষিতেই এবার পদক্ষেপ করল নির্বাচন কমিশন। পুলিশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও অশোক স্তম্ভের অপমানের অভিযোগে সোমবার সুকান্ত মজুমদারকে শোকজ করা হয়েছে। এদিন রাত ৮ টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৩ নভেম্বর বাংলার মাদারিহাট, সিতাই, তালড্যাংরা, নৈহাটি, হাড়োয়া ও মেদিনীপুর আসনে উপনির্বাচন। পরিসংখ্যান বলছে, মাদারিহাট বাদে বাকি সব আসনেই এগিয়ে তৃণমূল। তবে সবকটি আসনই নিজেদের দখলে রাখতে চাইছে তৃণমূল। বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় বিজেপি। কিন্তু শেষ হাসি হাসবে কে? উত্তর মিলবে ভোটবাক্সে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.