ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহিনবাগ ইস্যুতে এবার বিপাকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শাহিনবাগ প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একহাত নিয়ে করা আদিত্যনাথের ‘দিল্লিবাসীদের উন্নয়নের বদলে শাহিনবাগের আন্দোলনকারীদের বিরিয়ানি খাওয়াতেই বেশি ব্যস্ত কেজরিওয়াল’ মন্তব্যের জন্য তাঁকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। নির্বাচনী বিধিভঙ্গের দায়েই এই পদক্ষেপ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন তাঁকে শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে জবাবদিহি করতে বলেছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কমিশন। গত শনিবার দিল্লির বদরপুর কেন্দ্রে আদিত্যনাথ তাঁর ভাষণে বলেছিলেন, “বিআইএস-এর সমীক্ষা জানিয়েছে, দিল্লি সরকার লোকজনকে বিষাক্ত জল খাওয়াচ্ছে। কেজরিওয়াল দিল্লিবাসীকে পরিস্রুত জল সরবরাহ করতে পারেন না। অথচ শাহিনবাগের বিক্ষোভকারীদের বিরিয়ানি খাওয়াতে পারেন।” ওই জনসভাতেই তিনি আরও বলেন, ‘‘নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই আমরা সন্ত্রাসবাদের মোকাবিলা করতে পদক্ষেপ করেছি। প্রত্যেক সন্ত্রাসবাদীকে চিহ্নিত করতে শুরু করেছি। এবং বিরিয়ানির বদলে তাঁদের গুলি খাওয়াচ্ছি।”
এদিকে, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে মন্তব্য-পালটা মন্তব্যের মধ্যেই ফের এ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিবিসি হিন্দি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর বিস্ফোরক দাবি, দেশভাগের সময় ভারতে থেকে গিয়ে মুসলিমরা কারও উপর কোনও দয়া করেননি। আদিত্যনাথের কথায়, ‘‘মুসলিমদের উচিত ছিল বিভাজনের বিরোধিতা করা, যার ফলে পাকিস্তানের জন্ম হয়।’’ স্বাভাবিকভাবেই এই বিস্ফোরক মন্তব্যের জেরে আরও একবার বিতর্কে জড়িয়ে পড়েছেন যোগী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.