Advertisement
Advertisement

লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা আজই! কমিশনের সাংবাদিক বৈঠক ঘিরে জল্পনা

একই সঙ্গে ঘোষিত হতে পারে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।

EC likely to announce poll dates today
Published by: Subhajit Mandal
  • Posted:March 10, 2019 1:31 pm
  • Updated:March 10, 2019 1:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তদশ লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তে চলেছে আজই। নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ অর্থাৎ রবিবারই ঘোষণা করা হবে ভোটের নির্ঘণ্ট। কমিশনের তরফে বিকেল পাঁচটায় সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেই সাংবাদিক বৈঠকেই ঘোষিত হবে নির্বাচনী নির্ঘণ্ট। লোকসভার পাশাপাশি, চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণও আজই ঘোষণা হতে পারে। লোকসভার সঙ্গেই অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচন আয়োজিত হতে পারে। জম্মু কাশ্মীরের বিধানসভা ভোটও একই সঙ্গে হওয়ার সম্ভাবনা।

[জঙ্গিসুলভ আচরণ মোদির, রাহুলের সামনেই বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেত্রীর]

দিন কয়েক আগেই কমিশন সূত্রে জানা গিয়েছিল, এ সপ্তাহের শেষের দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুতে ঘোষণা করা হবে ভোটের নির্ঘণ্ট। সেইমতো রবিবার বিকেলেই দিন ঘোষণা করা হবে বলে সূত্রের খবর। সেই সঙ্গে কার্ষকর হবে নির্বাচনী আচরণ বিধিও। গত লোকসভায় অর্থাৎ, ২০১৪ লোকসভায় ভোট ঘোষণা হয়েছিল ৫ মার্চ। কিন্তু এবছর নির্বাচন ঘোষণায় অনাবশ্যক দেরি করা হচ্ছে বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল। কং নেতাদের অভিযোগ ছিল, প্রধানমন্ত্রীর বেশ কিছু রাজ্যে একাধিক প্রকল্প উদ্বোধনের সূচি আছে। সেই কর্মসূচি শেষ হওয়ার পরই ভোট ঘোষণা করতে চাইছে কমিশন। যদিও, নির্বাচন কমিশনের তরফে এসব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisement

[সেনার পরাক্রমকে ঢাল করে ভোট প্রচার নয়, নির্দেশিকা নির্বাচন কমিশনের]

এবছর ৭-৮ দফায় লোকসভা ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে। গতবছর ভোট হয়েছিল ৯ দফায়। ২০১৪ লোকসভায় ভোট শুরু হয় ৮ এপ্রিল এবং শেষ হয়েছিল ১২ মে। এবছরও প্রথম দফার ভোট এপ্রিলের শুরুর দিকেই হওয়ার সম্ভাবনা। প্রথম দফার ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হবে এমাসের শেষের দিকেই। গতবছর শেষদফায় ভোট হয়েছিল ১২ মে। ষোড়শ লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৩ জুন। তাঁর আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। ২০১৪ লোকসভায় ৫৪৩ আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছিল ২৮২টি আসন। অন্যদিকে কংগ্রেস মাত্র ৪৪ টি আসনে গুটিয়ে গিয়েছিল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement