Advertisement
Advertisement

বিতর্কের মধ্যেই পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা কমিশনের

১১ ডিসেম্বরের হচ্ছে ফল ঘোষণা৷

EC announces poll dates of 5 States
Published by: Tanujit Das
  • Posted:October 6, 2018 4:20 pm
  • Updated:October 6, 2018 4:30 pm

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন৷ মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম, তেলঙ্গানা ও ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করলেন জাতীয় নির্বাচন কমিশনার ও পি রাওয়াত৷ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে পাঁচ রাজ্যের সমগ্র নির্বাচন প্রক্রিয়া৷ ফল ঘোষণা হবে ১১ ডিসেম্বর৷ অনিবার্য কারণবশত নির্দিষ্ট সময়ের কয়েক ঘণ্টা পর শনিবার সাংবাদিক বৈঠক শুরু করেন জাতীয় নির্বাচন কমিশনার৷ তাই নিয়েও শুরু হয়েছে বিতর্ক৷ কংগ্রেসের কটাক্ষের মুখে পড়তে হয়েছে কমিশনকে৷

 

[ভোটের আগে রাম মন্দির না হলে হারতে হবে বিজেপিকে: বিশ্ব হিন্দু পরিষদ]

ও পি রাওয়াত জানিয়েছেন, রাজস্থান-তেলঙ্গানায় নির্বাচন হচ্ছে একই দিনে ও এক দফায়৷ একই নিয়ম বজায় থাকছে মধ্যপ্রদেশ-মিজোরামের ক্ষেত্রেও৷ রাজস্থান-তেলঙ্গানায় নির্বাচন হচ্ছে ৭ ডিসেম্বর এবং মধ্যপ্রদেশ ও মিজোরামে নির্বাচন হচ্ছে ২৮ নভেম্বর৷ কেবলমাত্র মাওবাদী অধ্যূষিত ছত্তিশগড়ে নির্বাচন হচ্ছে দুই দফায়৷ ১২ নভেম্বর হচ্ছে ছত্তিশগড়ের প্রথম দফার ভোটগ্রহণ৷ সেই দফায় নির্বাচন হবে দক্ষিণ ছত্তিশগড়ের ১৮টি মাওবাদী কবলিত বিধানসভা কেন্দ্রে৷ দ্বিতীয় দফায় ছত্তিশগড়ে ভোট হচ্ছে ২০ নভেম্বর৷ সেক্ষেত্রে বাকি ৭২টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে৷ পাঁচ রাজ্যেই ভোট নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১১ ডিসেম্বর৷ ১৫ ডিসেম্বরের মধ্যে সমগ্র নির্বাচন পদ্ধতি শেষ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত৷ তিনি জানিয়েছেন, প্রতিটি বুথে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হবে৷ বিশেষ করে মাও কবলিত ছত্তিশগড়ে৷ এছাড়া একশো শতাংশ বুথে থাকছে ভিভিপ্যাট৷ রাজনৈতিক দলগুলির কাছে পরিবেশবান্ধব প্রচারের অনুরোধ করেছেন জাতীয় নির্বাচন কমিশনার৷

[চুক্তি স্বাক্ষর মোদি-পুতিনের, ভারতের হাতে উঠল এস-৪০০ মিসাইল]

কিন্তু এক্ষেত্রেও বিতর্ক পিছু ছাড়েনি নির্বাচন কমিশনের৷ সূত্রের খবর, প্রথমে নির্বাচনের দিন ঘোষণার সময় শনিবার দুপুর সাড়ে বারোটা বলে জানানো হয় কমিশনের তরফে৷ কিন্তু পরে তা পরিবর্তন করে শনিবার দুপুর তিনটে করা হয়৷ এই নিয়ে কংগ্রসের তোপের মুখে পড়তে হয়েছে কমিশনকে৷ কংগ্রেসের অভিযোগ, পরিকল্পনা করেই রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার শেষে সাংবাদিক বৈঠক শুরু করেছেন জাতীয় নির্বাচন কমিশনার৷ এই নিয়ে কমিশনের সমালোচনা করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement