সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটপ্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বেতুল লোকসভা কেন্দ্রের বহুজন সমাজ পার্টির প্রার্থী অশোক বলভীরের। প্রার্থীর মৃত্যুর জেরে ওই আসনে ভোটের দিন পিছিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের পরিবর্তিত দিনক্ষণ কবে?
৯ এপ্রিল, মঙ্গলবার মৃত্যু হয়েছে অশোক বলভীরের। ওইদিনই বেতুলের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক নরেন্দ্র কুমার সূর্যবংশী ভোট স্থগিত রাখার কথা জানান। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় মধ্যপ্রদেশের ওই আসনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। বুধবার জেলাশাসক জানান, প্রার্থীর মৃত্যুর কারণে ২৬ এপ্রিলের বদলে তৃতীয় দফায় ৭ মে ভোটগ্রহণ হবে বেতুলে। তবে গণনার দিনক্ষণ পরিবর্তন হচ্ছে না। আগের ঘোষণা মতোই আগামী ৪ জুন ভোট গণনার দিন অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৫২ নম্বর ধারা অনুযায়ী জাতীয় বা রাজ্যস্তরে স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থীর মৃত্যু হলে ভোট স্থগিত করা বাধ্যতামূলক। সেই নিয়মেই দিনবদল হয়েছে মধ্যপ্রদেশের বেতুল লোকসভা কেন্দ্রের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.