প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুত্রসন্তান চান, তাহলে এই টিপসগুলি থাকল৷ এভাবেই গত ১১ ডিসেম্বর একটি খবর প্রকাশিত হয়েছিল মালয়ালাম সংবাদপত্র মঙ্গলম-এ৷ আর তা নিয়েই তুমুল শোরগোল পড়ল সোশ্যাল মিডিয়ায়৷
পুত্রসন্তান লাভের জন্য যে যে টিপস দেওয়া হয়েছে তা কল্পবিজ্ঞানকেও হার মানায়৷ কীরকম সেই টিপস? যেমন সঙ্গমের নিদান দেওয়া হয়েছে সপ্তাহের বিশেষ বিশেষ দিনে৷ কখনও মহিলাকে শুতে হবে বাঁ পাশ ফিরে৷ কখনও উত্তরমুখো হয়ে৷ এরকমই টিপসের সঙ্গে যোগ হয়েছে গোমাংস খাওয়ার বিধানও৷ বলাই বাহুল্য বিজ্ঞানের সঙ্গে এসবের যোগাযোগ নেই৷ বরং কল্পবিজ্ঞান হতে পারে৷ আর এ নিয়েই পড়ল তুমুল হইচই৷
সমাজের গভীরে বাসা বেঁধে থাকা এক কুসংস্কারকে কেন এভাবে উসকে দেওয়া হচ্ছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন অনেকে৷ কারও প্রশ্ন, যদি পুত্রসন্তান লাভের এমন নিদান থাকে, তবে নিশ্চয়ই কন্যাসন্তান লাভের ক্ষেত্রেও আছে৷ যদি কোনও দম্পতি কন্যা সন্তান চান তাহলে তাঁরা কী নিয়ম পালন করবেন৷ লিঙ্গ বৈষম্যকে কেন এভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে সে প্রশ্নেও ঝড় উঠেছে৷
গতবছর এরকমই বিতর্কে জড়িয়েছিল বাবা রামদেবের সংস্থা৷ ‘পুত্রজীবক’ ওষুধ নিয়ে শোরগোল পড়েছিল৷ যে দেশে লিঙ্গনির্ধারণ বেআইনি, সেখানে এভাবে সংস্কারকে কেন প্রশ্রয় দেওয়া হচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.