Advertisement
Advertisement

আন্দামানে ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

সমুদ্রে না যাওয়ার নির্দেশ মৎস্যজীবীদের৷

Earthquake strikes Nicobar Islands region

ছবি: প্রতীকী

Published by: Tanujit Das
  • Posted:January 17, 2019 10:31 am
  • Updated:January 17, 2019 11:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬৷ নিকোবর দ্বীপ থেকে ২৫ কিলোমিটার দূরে, সমুদ্রবক্ষ কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে৷ জারি হয়েছে সুনামি সতর্কতা৷ সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারতের মূল ভূখণ্ডের মৎস্যজীবীদের৷ চলতি বছর এই প্রথম ভূকম্পন অনুভূত হল এই দ্বীপপুঞ্জে৷ এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি৷

[সোয়াইন ফ্লু’তে আক্রান্ত অমিত শাহ, অনিশ্চিত রাজ্য বিজেপির কর্মসূচি]

Advertisement

মেটেরোলজিক্যাল বিভাগ জানিয়েছে, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে৷ ফলে এই মাত্রার কম্পন ওই অঞ্চলে খুব স্বাভাবিক৷ যাতে সাধারণ মানুষের কোনও ক্ষতি না হয়, সে কারণেই সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে এবং ভারতের মূল ভূখণ্ডে৷ কারণ, সমুদ্রের তলদেশে ভূকম্পন হওয়ার ফলে সুনামির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তাই প্রাণহানির এড়াতে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷

[ঘরে ফিরলেন ‘উধাও’ বিধায়করা, কিছুটা স্বস্তিতে কুমারস্বামী]

প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে একই রকম ভাবে প্রথমে ভূমিকম্প ও তারপর সুনামি হয়েছিল ইন্দোনেশিয়ার বালিতে৷ লম্বক দ্বীপে হওয়া ভূমিকম্পে একশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ এরপর পালু লাগোয়া সুলাওয়েসি দ্বীপে একসঙ্গে আঘাত হানে ভূমিকম্প ও সুনামি৷ রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭.৫৷ জোড়া প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয় প্রায় ২ হাজারেরও বেশি মানুষের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement