ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূ-কম্পনে কাঁপল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। মঙ্গলবার সকাল ৮.৯ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহত বা সম্পত্তিহানির কোনও খবর নেই। তবে কম্পনের জেরে উপদ্রুত এলাকার রাস্তাগুলিতে ফাটল দেখা দিয়েছে।
এর আগে গত ১৪ জানুয়ারি ভূকম্পন অনুভূত হয়েছিল আন্দামানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। তবে ছয়ের নিচে থাকা কম্পন মাত্রা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নতুন কিছু নয়। আন্দামানের সমুদ্র তলদেশে টেকটনিক প্লেটের অসম অবস্থানে সবসময়ই একটা অস্থির পরিস্থিতি বিদ্যমান রয়েছে। দুটি প্লেটের মধ্যে সংঘর্ষ বাধলেই কেঁপে ওঠে দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছয়ের বেশি হলেই বিপর্যয়ের আশঙ্কা থেকে যায়। তবে যতবারই ভূমিকম্প হোক না কেন ২০০৪ সালের সুনামির ভয়াবহতা তাড়া করে ফেরে দ্বীপপুঞ্জের বাসিন্দাদের।
উল্লেখ্য চলতি মাসের সাত তারিখে ভয়াবহ ভূকম্পে ওলটপালট হয়ে যায় দ্বীপরাষ্ট্র তাইওয়ান। এর জেরে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে তাইওয়ানের পূর্ব উপকুলীয় পর্যটন শহর হুয়ালিন। ৬.৪ মাত্রার ভূমিকম্পে শহরের পাঁচতারা হোটেল মার্শাল সম্পূর্ণ হেলে পড়ে। আটকে পড়ে হাজারেরও বেশি মানুষ। এই ঘটনায় চারজনের মৃত্যু হয়। আড়াইশো জন আহত হন। নিখোঁজের সংখ্যা অগুন্তি। বিপর্যয়ের পরে প্রায় দুদিন এলাকায় জলও বিদ্যুৎ সরবরাহের পরিষেবা পুরোপুরি ভেঙে পড়ে। গত ৩১ জানুয়ারি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী দিল্লি। রাত ৮.৫০ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। দিল্লি ছাড়াও উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানাতেও কম্পন টের পাওয়া গিয়েছে। রাজধানীতে প্রায় দশ সেকেন্ড স্থায়ী ছিল কম্পন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.