প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরু থেকেই একের পর এক ভূমিকম্প বিশ্বের নানা প্রান্তে। জাপানের পর বৃহস্পতিবার দুপুরে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের বিশাল অঞ্চল। ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান (Afghanistan)। ৬.১ রিখটার স্কেলে কেঁপে উঠেছে ভারতের পশ্চিমের দেশটি। তার জেরেই কম্পন অনুভূত হয়েছে দিল্লি (Delhi) ও অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।
Earthquake of magnitude 6.1 on Richter scale hits Afghanistan, tremors felt in North India pic.twitter.com/P3wHPxnVYg
— ANI (@ANI) January 11, 2024
ন্যাশনাল সেন্টার অফ সেসমিলজি সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ২টো ৫০ নাগাদ কেঁপে ওঠে আফগানিস্তান। সেদেশের রাজধানী কাবুল থেকে ২০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে ছিল কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে ৬.১ মাত্রায় কেঁপে ওঠে আফগানিস্তান। ভালো রকম প্রভাব পড়ে ভারতের বিশাল এলাকাতেও।
জানা গিয়েছে, কেঁপে উঠেছে দিল্লির একাধিক এলাকা। বেশ কছুক্ষণ ধরেই কম্পন অনুভব করেছেন আমজনতা। বাড়ি থেকে বেরিয়ে পথে নেমে পড়েছেন অনেকেই। কেবল দিল্লি নয়, কেঁপেছে উত্তর ভারতের বিরাট অংশ। কম্পন অনুভূত হয়েছে নয়ডা, গাজিয়াবাদ, চণ্ডীগড়-সহ একাধিক শহর। যদিও ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। পাকিস্তানের একাধিক অংশেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।
উল্লেখ্য, বছরের শুরু থেকে এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প হল আফগানিস্তানে। গত ৩ জানুয়ারি আধঘণ্টার ব্যবধানে দুবার কেঁপে উঠেছিল দেশটি। মাত্র ৮দিনের মাথায় ফের কাঁপল আফগানিস্তান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.