Advertisement
Advertisement
PM Modi

ভারতের প্রতি বিশ্ববাসীর অনীহা বদলে গিয়েছে আগ্রহে, দাবি প্রধানমন্ত্রীর

'আগে লোকে জিজ্ঞেস করত, ভারতে কেন? এখন বলে, ভারতে কেন নয়?', দাবি প্রধানমন্ত্রীর

Earlier world would ask, Why India?, now they say Why not India?: PM Modi |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 19, 2020 1:52 pm
  • Updated:December 19, 2020 1:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ বছরের শাসনকালে ভারত সম্পর্কে গোটা বিশ্বের বণিকমহলের ধারণা তিনি বদলে দিয়েছেন। বণিকসভা অ্যাসোচামের অনুষ্ঠানে আরও একবার দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বললেন, আগে লোকে জিজ্ঞেস করত, ‘ভারতে কেন?’ এখন সেটা বদলে গিয়েছে। এখন লোকে জিজ্ঞেস করে, ভারতে কেন নয়?

আসলে ক্ষমতায় আসার পর থেকেই ভারতকে বিশ্বের দরবারে মজবুত দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন মোদি। তাঁর দাবি, এনডিএ জমানার নানারকম আর্থিক সংস্কার এদেশে বিদেশি বিনিয়োগ তথা শিল্পস্থাপনের পথও প্রশস্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ASSOCHAM Foundation Week 2020-র অনুষ্ঠানে আরও একবার সেই দাবিই করেন। তাঁকে বলতে শোনা যায়,”এই মুহূর্তে ভারতের অর্থনীতির উপর আস্থা রাখছে গোটা বিশ্ব। এই করোনা পরিস্থিতিতে বিশ্বের সব দেশে যখন বিনিয়োগ বন্ধ, তখন আমরা রেকর্ড অঙ্কের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) পেয়েছি। বিশ্ববাসীর এই আস্থা বজায় রাখতে আমাদের দেশের মাটিতে উৎপাদন বাড়াতে হবে।”

[আরও পড়ুন: ভোটের পরও দল ভাঙাতে পারে বিজেপি, আগেভাগে মমতাকে সতর্ক করলেন যশবন্ত সিনহা]

প্রধানমন্ত্রী দাবি করেন, “করোনা পরবর্তীকালে গোটা বিশ্ব আরও একটা শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ভারত।” প্রধানমন্ত্রীর দাবি, ভারত সম্পর্কে গোটা বিশ্বের ধারণা বদলে গিয়েছে। আগামী দিনে যেমন আমাদের কঠিন সময় আসছে, তেমনই আসছে সুযোগ। আগে লোকে প্রশ্ন করত, ভারতে কেন? এখন বলে ভারতে কেন নয়। মোদি বলছেন,”আমাদের দ্রুত আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগোতে হবে। কারণ, কত তাড়াতাড়ি আমরা আত্মনির্ভর হতে পারছি, সেটা অনেক বেশি জরুরি।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement