Advertisement
Advertisement

Breaking News

Noida

অবসাদের জের, দুধের শিশুকে কোলে নিয়ে ১৬ তলা থেকে মরণঝাঁপ মহিলার!

মৃতার ৪ বছরের আরও একটি ছেলেও রয়েছে।

Due to depression woman jumped to death from 16th floor with child in arms। Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 11, 2024 10:11 am
  • Updated:January 11, 2024 10:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে সূচনা শেঠ কাণ্ডে স্তম্ভিত গোটা দেশ। একরত্তি সন্তানকে খুনে অভিযুক্ত তিনি। এর মাঝেই সামনে এল আরেক মর্মান্তিক ঘটনা। ৬ মাসের দুধের শিশুকে কোলে নিয়ে ১৬ তলা থেকে মরণঝাঁপ দিলেন এক মহিলা। দীর্ঘদিন অবসাদের সঙ্গে লড়াই করছিলেন তিনি। যার জেরেই হয়তো এই চরম পথ বেছে নেন ওই মহিলা বলে অনুমান পুলিশের।  

বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে গ্রেটার নয়ডার একটি বহুতলে। বছর ৩৩-এর ওই মহিলার পরিবার জানিয়েছে, ৫ বছর আগে তাঁর বিয়ে হয়। ৪ বছরের একটি ছেলেও রয়েছে। মাস ছয়েক আগে জন্ম দেন শিশু কন্যার। দুই সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে তিনি আমেরিকায় থাকতেন। কিন্তু দ্বিতীয় সন্তানের জন্মের পর থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি। শারীরিক অসুস্থতায়ও দেখা দেয়। এই পরিস্থিতিতে ১০-১৫ দিন আগেই তাঁকে আমেরিকা থেকে দেশে নিয়ে আসা হয়েছিল। 

Advertisement

[আরও পড়ুন: ‘কঠিন আসনে’ জনপ্রিয়’ মুখ, ‘ইন্ডিয়া’র চাপে কৌশল বদল বিজেপির!]

এই বিষয়ে স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক অরবিন্দ সিং জানিয়েছেন, আত্মঘাতী ওই মহিলা অসুস্থ ছিলেন এবং অবসাদে ভুগছিলেন। বাচ্চাদের নিয়ে তিনি বাবা-মা ও ভাইয়ের সঙ্গে গ্রেটার নয়ডার আবাসনের ১৬ তলায় থাকতেন। সোমবার তিনি সকলের সঙ্গে ছেলের জন্মদিনও পালনও করেন। কিন্তু বুধবার মাঝরাতে ওই কাণ্ড ঘটান তিনি। ১৬ তোলার বারান্দা থেকে ছয় মাসের মেয়েকে কোলে নিয়ে ঝাঁপ দেন। প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। জানা গিয়েছে, ওই আবাসনের নিরাপত্তারক্ষীর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement