Advertisement
Advertisement

নোট বাতিলের স্মৃতি উসকে এটিএমে বাড়ন্ত নগদ, তীব্র সমালোচনা মমতার

দেশে কি আর্থিক জরুরি অবস্থা চলছে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

Dry ATMs in several states sparks cash chaos fear
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 17, 2018 2:03 pm
  • Updated:November 20, 2018 6:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ নভেম্বর, ২০১৬। রাত আটটায় আচমকাই নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোনা মাত্র এটিএমের সামনে লম্বা লাইন। তারপর একমাস চূড়ান্ত ভোগান্তি। নগদের তীব্র আকাল। সেই স্মৃতি উসকে দিয়ে ফের নগদ বাড়ন্ত এটিএমে। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, তেলেঙ্গানার মতো রাজ্যগুলি ধুঁকছে নগদের অভাবে।

এটিএমে ঢুকতে গিয়ে অনেকেই ফিরছেন বিফল মনোরথে। সামনে ঝোলানো বোর্ড- ‘আউট অফ ক্যাশ’। এ দৃশ্য নতুন নয়। তবে আশা থাকে, পরে আবার টাকা চলে আসবে। ডিজিটাল ইন্ডিয়ার দিকে ঝুঁকেছেন প্রধানমন্ত্রী। ক্যাশলেস ট্রানজাকশনে অনেকটাই অভ্যস্ত হয়ে উঠেছে ‘ইয়ং ইন্ডিয়া’। তাবলে নগদের প্রয়োজনীয়তা ফুরোয়নি। তার জন্য এখন এটিএমই ভরসা। সেই এটিএমে টাকা না থাকায় ঘোর অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। টুইটারে একের পর এক প্রতিক্রিয়া ভেসে আসছে এ নিয়ে। অসুবিধায় পড়ে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই।

Advertisement

কেন এই সংকট? অনেকে মনে করছেন, নীরব কাণ্ডের জেরেই এই পরিণতি। যেভাবে দেশের মানুষের কষ্টার্জিত অর্থ নিয়ে চম্পট দিয়েছে নীরব, তাতে সিঁদুরে মেঘ দেখছেন বহু মানুষ। ফলে ব্যাংকের উপর আস্থা অনেকটাই কমেছে মানুষের। সে কারণেই যাঁরা নিয়মিত মোটা টাকা ব্যাংকে জমা রাখতেন, তাঁরা আর তা রাখছেন না। ফলে নগদের অভাবে ধুঁকছে ব্যাংকগুলি। প্রভাব পড়ছে এটিএমেও। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলছেন, এ সমস্যা সাময়িক। একটু সবুর করলেই মিটে যাবে।

এদিকে এই ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল পর্বেও তিনি সমালোচনায় মুখর ছিলেন। এদিন ঠারেঠোরে সেই কথাই বুঝিয়ে দিলেন তিনি। বললেন, যেভাবে টাকা মিলছে না, তাতে নোট বাতিলের স্মৃতিই মনে পড়ে যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement