Advertisement
Advertisement
RSS

খোদ যোগীরাজ্যে RSS কার্যালয়ের দেওয়ালে প্রস্রাব! বাধা দেওয়ায় অস্ত্র নিয়ে হামলা

কার্যালয়ের পাহারায় থাকা যুবককে বেধড়ক মার।

Drunk men urinate on RSS office wall in UP and workers attacked | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 3, 2023 5:14 pm
  • Updated:August 3, 2023 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ যোগীরাজ্যে আরএসএসের (RSS) কার্যালয়ের দেওয়ালে প্রস্রাব। কার্যালয়ের পাহারার দায়িত্বে থাকা যুবককে বেধড়ক মারধর। এমনকী আরেক দফা হামলায় এলাকাবাসীর উপর চড়াও হওয়ার অভিযোগ। বিজেপি শাসিত রাজ্যে গেরুয়া শিবিরের ভাবধারার প্রবর্তক আরএসএসের উপর এই আক্রমণ ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নামলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারির খবর মেলেনি।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সাহজাহানপুরের ঘটনা। জানা গিয়েছে, জনা কয়েক মত্ত যুবক এই কাণ্ড ঘটান। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের কার্যালয়ের দেওয়ালে তাঁরা প্রস্রাব করছেন দেখে বাধা দেন কার্যালয়ের পাহারায় থাকা যুবক। এতেই ক্ষেপে যান মদ্যপ যুবকেরা। তাঁরা যুবককে বেধড়ক মারধর করেন। ঘটনার এখানেই শেষ না। এর পর অস্ত্রসস্ত্র নিয়ে ফিরে আসে তাঁরা। আরএসএসের সাহজাহানপুরের ওই কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে। এলাকাবাসীর উপরেও হামলা চলে বলে অভিযোগ। ফলে ৪০ জন স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: নৃশংস! রাজস্থানে কিশোরীকে গণধর্ষণের পর খুন! ইটভাটায় মিলল পোড়া দেহাংশ]

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারির খবর নেই। এদিকে এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আরএসএস-সহ বিশ্বহিন্দু পরিষদের নেতারা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যের এমন ঘটনায় চমকে গিয়েছেন সকলেই।অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারি এবং কড়া শাস্তির দাবি করেছে গেরুয়া শিবির। 

[আরও পড়ুন: ২৮% জিএসটির আওতায় অনলাইন গেম, ঘোষণা নির্মলার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement