Advertisement
Advertisement
Kanpur

ভেন্ডারের ঠেলাগাড়িতে প্রস্রাব ‘মদ্যপ’ পুলিশ কর্মীর! ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

স্থানীয়দের সঙ্গেও ঝামেলায় জড়ান ওই কনস্টেবল বলে অভিযোগ।

'Drunk' Kanpur cop pees on a vendor's cart, suspended | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:November 4, 2023 9:22 am
  • Updated:November 4, 2023 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ অবস্থায় দলিতের গায়ে প্রস্রাব করাকে ঘিরে সম্প্রতি উত্তাল হয়েছিল গোটা দেশ। এবার সমাজের রক্ষকের বিরুদ্ধেই কার্যত এমন অভিযোগ উঠে গেল। এক ব্যবসায়ীর ঠেলাগাড়িতে প্রস্রাব করায় সাসপেন্ড করা হল দুই পুলিশ কর্মীকে।

গত বুধবার ঘটনাটি ঘটে কানপুরের সিভিল লাইন এলাকায়। হেমন্ত কুমার এবং লোকেশ রাজপুত নামের দুই কনস্টেবল সাদা পোশাকে খাবার খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, ওই সময় অবস্থায় ছিলেন লোকেশ। খাবার কেনা নিয়ে ভেন্ডারের সঙ্গে বচসায় জড়ান তিনি। এর পরই মেজাজ হারিয়ে ওই ব্যবসায়ীর ঠেলাগাড়িতে প্রস্রাব করেন তিনি। তাঁর সঙ্গী হেমন্ত সেখানে দাঁড়িয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করেও কোনও প্রতিবাদ করেননি। তবে এমন ঘটনা দেখে ছুটে আছেন আশপাশের লোকজন। কিন্তু স্থানীয়দের সঙ্গেও ঝামেলায় জড়ান লোকেশ বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: ডিকিতে থরে থরে সাজানো নোট! নাকা তল্লাশিতে বিপুল টাকা-সহ যাত্রীবোঝাই গাড়ি আটকাল পুলিশ]

পারস্পরিক বচসায় পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে সেখান থেকে চম্পট দেন দুই কনস্টেবল। স্থানীয়দের অভিযোগ, থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার পরও কোনও পদক্ষেপ করা হয়নি। তবে ঠেলাগাড়িতে প্রস্রাবের ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। সাসপেন্ড করা হয় অভিযুক্ত হেমন্ত এবং লোকেশকে।

কানপুর পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার লখন যাদব জানান, দুই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে।

[আরও পড়ুন: আগামী সপ্তাহে নিজের কেন্দ্রে বিজয়া সম্মিলনী মমতার, ‘বঞ্চনা’ ইস্যুতে জনসংযোগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement