Advertisement
Advertisement
Bihar Incident

নালন্দার রাস্তায় নগ্ন হয়ে দাপাদাপি মদ্যপ জেডিইউ নেতার, ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার

ইসলামপুরে দলের যুব প্রধান এই নেতা।

Drunk JD(U) leader arrested after roams around naked in Nalanda | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 24, 2022 4:06 pm
  • Updated:February 24, 2022 6:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লজ্জাজনক ঘটনা ঘটল বিহারের (Bihar) নালন্দা জেলায়। মদ্যপ অবস্থায় রাস্তায় নগ্ন হয়ে ঘুরতে দেখা গেল এক জেডিইউ (Janta Dal United) নেতাকে। ঘটনায় মুখ পুড়ল জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar)। অভিযুক্ত জেডিইউ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে নালন্দা জেলার জগদীশপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেডিইউ নেতা জয় প্রকাশ প্রসাদ ওরফে কালুর (Jay Prakash Prasad alias Kalu) একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা গিয়েছে, ওই যুব নেতা রাস্তায় দাঁড়িয়েই পরনের পোশাক খুলে ফেলছেন। এরপর নগ্ন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ান তিনি। এলাকায় হইহট্টগোল শুরু করেন। জয় প্রকাশের ভাই তাঁকে বাড়ি ফিরতে বললে তিনি সে কথায় বিন্দুমাত্র আমল দেননি।

Advertisement

[আরও পড়ুন: ‘মোদিই পারেন যুদ্ধ থামাতে’, রাশিয়ার হামলা রুখতে ভারতের সাহায্য চাইল ইউক্রেন]

এদিকে অভিযোগ পেয়েই পুলিশ ওই এলাকায় গিয়ে গ্রেপ্তার করে জেডিইউ নেতা জয় প্রকাশকে। পুলিশ কর্মীরা ‘ব্রেথ অ্যানালিসিস’ যন্ত্রে নেতার শ্বাস পরীক্ষা করলে দেখা যায় তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, জয় প্রকাশ ইসলামপুর বিধানসভায় জনতা দলের যুব মোর্চার প্রধান। স্বভাবতই যুবনেতার এহেন কাণ্ডে লজ্জায় পড়েছে দল, অস্বস্তিতে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। যদিও দলের ইসলামপুর ব্লক সভাপতি তনভির আলম জানিয়েছেন, যুব নেতার ভিডিও ভাইরাল হওয়ার পরেই তিনি পুলিশে খবর দেন। এইসঙ্গে জানান, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত জয় প্রকাশ প্রসাদ ওরফে কালু।

[আরও পড়ুন: বাজেটের পর ২০০ জন বিধায়ককে iPhone 13 উপহার রাজস্থানের কংগ্রেস সরকারের, ক্ষুব্ধ বিজেপি]

স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, জগদীশপুর গ্রামে এক ব্যক্তি নগ্ন হয়ে হট্টগোল করছে বলে খবর পাই আমরা। ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে নগ্ন এবং মদ্যপ অবস্থায় পাই। এরপরই গ্রেপ্তার করা হয় তাঁকে। ইসলামপুর থানায় বেশ কয়েকটি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ওই নেতার বিরুদ্ধে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement