ভারতের জলসীমায় ইজরায়েলি জাহাজে হামলা। ছবি: সংগৃহীত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের (Gujarat) কাছে একটি বাণিজ্যতরীতে ড্রোন হামলা। আরব সাগরে ওই জাহাজটির সঙ্গে ড্রোনের সংঘর্ষের পরেই বিস্ফোরণ ঘটে। জাহাজের খতি হলেও হতাহতের খবর নেই। উদ্ধারকাজে নেমেছে ভারতীয় উপকূলরক্ষা বাহিনী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হামলা হওয়া বাণিজ্যতরীটি ইজরায়েল প্রশাসনেরই নথিভুক্ত জাহাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে কারা ড্রোন হামলা চালাল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, তেলবাহী এমভি চেম প্লুটোর কর্মীদের মধ্যে ২০ জন ভারতীয়। পোরবন্দর থেকে ২১৭ নটিক্যাল মাইল দুরে ড্রোন হামলা হয় প্লুটোতে। অপরিশোধিত তেল নিয়ে সৌদ আরব থেকে আসছিল জাহাজটি। গন্তব্য ছিল ভারতের ম্যাঙ্গালোর বন্দর। হামলার বিষয়টি বোঝামাত্র ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর পাহারাদার জাহাজ আইসিজিএস বিক্রম প্লুটোর দিকে রওনা দেয়। এছাড়াও ওই সময় সমুদ্রে কাছাকাছি থাকা বাকি জাহাজগুলিকে ইজরায়েলি জাহাজটিকে সাহায্য করতে বলে উপকূলরক্ষা বাহিনী।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জন ভারতীয়-সহ জাহাজের সমস্ত কর্মী সুস্থ আছেন। তবে জাহাজটি বিকল হয়ে পড়ায় থমকে গিয়েছে। সেটির মেরামতির কাজ চলছে উল্লেখ্য, গত সোমবার ভারতীয় নৌবাহিনী ছিনতাইকৃত মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজ থেকে একজন আহত নাবিককে উদ্ধার করেছিল। আরব সাগরে এমভি রুয়েন নামক জাহাজে ছয়জন জলদস্যু অবৈধভাবে উঠেছিল বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.