সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের পর এনিয়ে তৃতীয়বার৷ আবারও ভারতীয় আকাশ সীমায় দেখা মিলল সন্দেহভাজন ড্রোনের৷ সোমবার রাত এগারোটা নাগাদ চেন্নাইয়ের নৌসেনা ঘাঁটি আইএনএস আধয়ারের উপর দেখা মিলল ওই সন্দেহজনক ড্রোনটির৷ সূত্রের খবর, গুলি করে নিচে নামানোর আগেই চোখের আড়ালে চলে যায় ড্রোনটি৷ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে চেন্নাই পুলিশ৷ নৌসেনা ঘাঁটির মতো হাই সিকিউরিটি জোনে কীভাবে ড্রোনটি এলো, সেই বিষয় নিয়েই তৈরি হয়েছে ধন্দ৷
[দিল্লির সিজিও কমপ্লেক্সে বিধ্বংসী আগুন, সরকারি নথি নষ্টের আশঙ্কা ]
জানা গিয়েছে, ওইদিন রাতে হঠাৎই ড্রোনটির উপস্থিতি ধরা পড়ে রাডারে৷ সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায় নৌসেনা ঘাঁটির নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ কিন্তু গুলি করে নিচে নামানোর আগেই সকলের চোখের আড়ালে চলে যায় ড্রোনটি৷ পুলওয়ামা কাণ্ডের প্রতিশোধ নিতে গত ২৬ ফেব্রুয়ারি পাক ভূমিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে আসে ভারতীয় বায়ুসেনা৷ এরপর থেকে একাধিক ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করে পাকিস্তান৷ ওইদিনই গুজরাটের কচ্ছে সন্দেহভাজন পাক ড্রোনের দেখা মেলে৷ যাকে গুলি করে নিচে নামায় ভারতীয় সেনা৷ এরপর গত সোমবারই রাজস্থানের বিকানেরের নাল সেক্টরের কাছে আরও একটি পাক ড্রোন দেখতে পান নিরাপত্তা রক্ষীরা৷ আকাশসীমা লঙ্ঘন করা মাত্র তা ধরা পড়ে বায়ুসেনার রাডারে। সঙ্গে সঙ্গে ড্রোনটিকে লক্ষ্য করে পালটা হামলা চালায় সুখোই 30MKI বিমান। তাতেই মাঝ আকাশে ধ্বংস হয়ে যায় ড্রোনটি। ড্রোনের ধ্বংসাবশেষ গিয়ে পড়ে পাকিস্তানের দিকে।
[সুপ্রিম কোর্টে স্থগিত শুনানি, ফের বন্ধ প্রাথমিকে নিয়োগ]
মঙ্গলবারই নৌসেনা প্রধান সুনীল লাম্বা জানান, ভারতের রক্ত ঝরাতে বদ্ধপরিকর পাকিস্তান এবার জলপথে ভারতের হামলার ষড়যন্ত্র করছে৷ জানা গিয়েছে, এবার পূর্বের চেয়েও ভয়ংকর কিছু ষড়যন্ত্র কষছে পাক সেনা ও আইএসআই৷ যা রুখে দিতে বদ্ধপরিকর ভারত৷ ইতিমধ্যে দেশের পশ্চিম উপকূলে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে নৌসেনা৷ পুলওয়ামায় ভারতীয় সেনা জওয়ানদের উপর নারকীয় হামলার পর আরও কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দেশের উপকূল ভাগকে৷ পশ্চিমাংশের পাশাপাশি, সমস্ত অন্য উপকূলের রক্ষীদেরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ ভারতীয় জলসীমায় কোনও সন্দেহজনক গতিবিধি নজরে এলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে নৌসেনাকে৷ জলপথে নজরদারি বাড়িয়েছে নৌসেনা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.