Advertisement
Advertisement
ড্রোন

চোখের নিমেষে ৩০ কিলোমিটার পথ পাড়ি, রোগীর কাছে রক্ত পৌঁছল ড্রোনে

স্বাস্থ্য পরিষেবার মোড় ঘুরিয়ে দিতে পারে এই পরীক্ষা, দাবি চিকিৎসকদের৷

Drone delivers blood samples from remote Uttarakhand village
Published by: Tanujit Das
  • Posted:June 8, 2019 6:44 pm
  • Updated:June 8, 2019 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশ্চর্য হলেও এটাই সত্যি৷ অদূর ভবিষ্যতে হয়তো এমনটাই হবে৷ অর্থাৎ, জরুরি ভিত্তিতে মুহূর্তের মধ্যে রক্ত পৌঁছে যাবে রোগীর কাছে৷ কীভাবে? শুক্রবার সেই পদ্ধতিরই সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে উত্তরাখণ্ডে৷ সেখানে নন্দগাও জেলার একটি হাসপাতাল থেকে ড্রোনের মাধ্যমে রক্ত পৌঁছে গিয়েছে তেহরির একটি স্বাস্থ্যকেন্দ্রে৷ চিকিৎসকরা জানিয়েছেন, আগামী দিনে এই ব্যবস্থাই মোড় ঘুরিয়ে দিতে পারে ভারতের স্বাস্থ্য পরিষেবার৷

[ আরও পড়ুন: নিজের সন্তানকেই ধর্ষণ! আলিগড় শিশুহত্যায় ধৃতের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ]

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ওই ৩০ কিলোমিটার রাস্তা সড়কপথে অতিক্রম করতে সময় লাগে ৬০ থেকে ৮০ মিনিট৷ কিন্তু ড্রোনের মাধ্যমে ওই পথই অতিক্রম করা গিয়েছে মাত্র ১৮ মিনিট৷ ওই সময়ে মধ্যেই রোগীর কাছে পৌঁছে গিয়েছে জীবনদায়ী রক্ত৷ চিকিৎসকরা জানিয়েছেন, উত্তরাখণ্ডের ওই জেলায় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেকদিন ধরেই টেলি মেডিক্যাল প্রজেক্টের পরীক্ষা চলছে৷ সেই প্রজেক্টের অংশ হিসাবেই শুক্রবার ড্রোনের মাধ্যমে রক্ত পৌঁছে দেওয়ার পরীক্ষা করা হয়েছে৷ যা সফল হয়েছে৷ এবং এই সফল পরীক্ষার পর তেহরি জেলার আরও এমন ধরনের পরীক্ষা চালাবেন বিশেষজ্ঞরা৷

[আরও পড়ুন: বায়ুসেনার নিখোঁজ বিমানের সন্ধানে এবার ভরসা ‘শিকারি’]

জানা গিয়েছে, সিডিস্পেস রোবোটিক লিমিটেড নামে আইআইটি প্রাক্তনীদের একটি সংস্থা এই ড্রোনটি নির্মাণ করেছে৷ এবং তাঁদের তত্ত্বাবধানেই এই পরীক্ষা চলেছে৷ সূত্রের খবর, ব্যাটারিচালিত এই ড্রোনটি একসঙ্গে ৫০০ গ্রাম ওজনের পণ্য নিয়ে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement