ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের ২৯ অক্টোবর অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) দুটি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান ১৪ জন যাত্রী। অবশেষে মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার এই বিষয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, দুটি ট্রেনের একটিতে চালক ও তাঁর সহকারী ক্রিকেট ম্য়াচে মত্ত ছিলেন। আর সেই কারণেই ঘটে যায় এমন প্রাণঘাতী দুর্ঘটনা! সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
প্রসঙ্গত, গত অক্টোবরের ওই দুর্ঘটনায় একটি ট্রেন বিশাখাপত্তনম থেকে রায়গাদা যাচ্ছিল। সেটি ছিল প্যাসেঞ্জার ট্রেন। অন্য ট্রেনটি এক্সপ্রেস। পালাসা এক্সপ্রেস নামের ওই ট্রেনটি যাচ্ছিল বিশাখাপত্তনমের অভিমুখে যাচ্ছিল সেটি। এদিন দুর্ঘটনা থেকে বাঁচতে রেলের নতুন পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে রেলমন্ত্রী সেই দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, ”অন্ধ্রপ্রদেশে সম্প্রতি যে দুর্ঘটনা (Accident) ঘটেছিল সেখানে আমরা দেখেছি লোকো পাইলট ও কো-পাইলট মিলে ক্রিকেট ম্যাচ দেখছিলেন। আমরা এবার এমন ব্যবস্থা ইনস্টল করছি যার সাহায্যে এবিষয়ে নজরদারি চালানো যায় এবং এটা নিশ্চিত করা যায় যে ট্রেনের চালকরা নিজেদের কাজে সম্পূর্ণ মনোনিবেশ করছেন।”
রেল দুর্ঘটনা রুখতে যে কেন্দ্র মরিয়া তা এদিন বুঝিয়ে দিয়েছেন অশ্বিনী। তিনি জানিয়েছেন, প্রতিটি দুর্ঘটনার ক্ষেত্রেই কারণ খতিয়ে দেখা হচ্ছে। এবং প্রতি ক্ষেত্রেই সমাধানের কথা ভেবে পদক্ষেপ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে একই কারণের পুনরাবৃত্তি না হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.