Advertisement
Advertisement
Mumbai

মুম্বইয়ে গাড়ি ও কোটি টাকা নিয়ে পালাল ড্রাইভার, পুরাতন ভৃত্যের কাণ্ডে হতবাক মালিক

পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।

Mumbai Driver flees with employer’s car and Rupees 1 crore | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Kishore Ghosh
  • Posted:October 22, 2023 7:03 pm
  • Updated:October 22, 2023 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল: পুরাতন ভৃত্য এভাবে ধোকা দেবে তা স্বপ্নেও ভাবেননি নির্মাণ ব্যবসায়ী মালিক। ১৭ বছরের পুরনো গাড়ির চালক আচমকা গাড়ি এবং কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় মাথায় হাত পড়ে ব্যবসায়ীর। তিনি পুলিশে খবর দেন। শেষ পর্যন্ত তদন্ত চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে।

ঘটনাটি মুম্বই শহরের। অন্ধেরি এলাকায় বাড়ি ওই ব্যবসায়ীর। গত প্রায় দুই দশক ধরে নির্মাণ ব্যবসায়ীর গাড়ি চালাচ্ছেন সন্তোষ চবন। সেই সন্তোষই ব্যবসায়ীর গাড়ি এবং গাড়িতে থাকা ১ কোটি ৬ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ১১ অক্টোবরে। ওই দিন গাড়িতে চেপে একটি সরকারি অফিসে গিয়েছিলেন ব্যবসায়ী। সেখানে পৌঁছে চালককে বলেন, গাড়িতে ২৫ লক্ষ টাকা রয়েছে, ফলে সে যেন গাড়ি ছেড়ে কোথাও না যায়।

Advertisement

[আরও পড়ুন: মহুয়াকে বরখাস্ত করা হচ্ছে না কেন? তৃণমূলের নীরবতায় তীব্র কটাক্ষ বিজেপির]

ঘটনা ঘটে সম্পূর্ণ উলটো। ব্যবসায়ী কাজে সেরে ফিরে এসে দেখেন গাড়ি এবং ড্রাইভার উধাও। পুলিশের বক্তব্য, গাড়িতে থাকা ২৫ লক্ষ ছাড়াও ব্যবসায়ীর অফিস থেকে আরও ৭৫ লক্ষ টাকা চুরি করে পালিয়ে যান সন্তোষ। ফোনের সিম কার্ড বদলে ফেলেন দ্রুত। প্রথমে আলান্ডির একটি গেস্ট হাউসে ওঠেন তিনি। এর পর ৫০ লক্ষ টাকা এক আত্মীয় জিম্মায় রেখে বাকি ৫০ লক্ষ নিয়ে অকোলায় চলে যান। অকোলা থেকেই অভিযুক্ত গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

[আরও পড়ুন: হিন্দুরা পরধর্ম সহিষ্ণু, তাই ইজরায়েল-হামাসের মতো সংঘর্ষ ভারতে ঘটেনি: মোহন ভাগবত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement