Advertisement
Advertisement
Rustom

২৬ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যাবে অস্ত্র, সফল রুস্তম-২ ড্রোনের পরীক্ষামূলক উড়ান

মোতায়েন হবে লাদাখ সীমান্তে।

Bengali news: DRDO’s Rustom-2 drone takes-off | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 10, 2020 4:21 pm
  • Updated:October 10, 2020 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখে কনকনে ঠান্ডায় কয়েক হাজার ফুট উচ্চতায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। আর ঠিক সেই সময় ভারতীয় সেনার হাতে এল এক কার্যকরী ড্রোন-রুস্তম ২ (Rustom II)। ২৬ হাজার ফুট উচ্চতায় শুধু নজরদারিই চালাবে না, পৌঁছে দেবে অস্ত্রও। কর্ণাটকের চিত্রদূর্গে এই ড্রোনের পরীক্ষামূলক উড়ান সফল হয়েছে।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের তৈরি করা এই আনম্যান্ড এরিয়াল ভেহিকল গতবছর পরীক্ষামূলক উড়ানের সময় ভেঙে পড়ে। তবে এবারের পরীক্ষায় সফল হয়েছে এটি। টানা আট ঘণ্টা ১৬ হাজার ফুট উচ্চতায় উড়েছে এই ড্রোন। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একে ‘দ্য ওয়ারিয়র’ নামে ডাকে। যদিও পোশাকি নাম রুস্তম। ‘মিডিয়াম অল্টিটিউট আনম্যানড এরিয়াল ভেহিকল’ (UAV) রুস্তমের উন্নত ভ্যারিয়ান্ট হল রুস্তম-২। লাদাখ অশান্তির আবহে ইজরায়েলের কাছ থেকে হেরন টিপি ড্রোন। সেই সশস্ত্র বাহিনীর অন্যতম স্তম্ভ এই ড্রোনটি। লাদাখের উচ্চতায় যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় সেনার তুরুপের তাস হয়ে উঠতে পারে এই ড্রোনটি।

Advertisement

[আরও পড়ুন : সেনার জন্য নন-বুলেটপ্রুফ ট্রাক আর নিজের জন্য বিলাসবহুল বিমান! মোদিকে খোঁচা রাহুলের]

কী কী বিশেষত্ব এটির?

  • ২৬ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উড়তে পারে রুস্তম ২।
  • টানা ১৮ ঘণ্টা ওড়ার ক্ষমতা রয়েছে।
  • দুই ইঞ্জিনের চালকহীন ড্রোন যা নজরদারি তো বটেই যুদ্ধাস্ত্রও বইতে পারে।
  • সাড়ে তিনশো কেজি ওজন বইতে সক্ষম।
  • ড্রোনে রয়েছে ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল এবং নেভিগেশন সিস্টেম।
  • ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম এর অন্যতম বৈশিষ্ট্য।
  • উড়ান এবং অবতরণের প্রক্রিয়া স্বয়ংক্রিয়।
  • প্রায় ২৫০ কিলোমিটার দূর থেকে শত্রুঘাঁটিতে নজর রাখতে পারে।
  • সিন্থেটিক অ্যাপারচার রেডার, ইলেকট্রনিক্স ইনটেলিজেন্স সিস্টেম এবং সিচুয়েশনাল অ্যাওয়ারনেস সিস্টেম রয়েছে।

লাদাখে সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে। চিন ইতিমধ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে নিজেদের শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনাও। সীমান্তে নজরদারি হোক আর অস্ত্র পৌঁছে দেওয়া, দুক্ষেত্রেই যে কার্যকরী ভূমিকা নেবে রুস্তম, তা বলার অপেক্ষা রাখে না।

[আরও পড়ুন : সরকারের অর্থনৈতিক সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয়, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement