Advertisement
Advertisement

Breaking News

DRDO

ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি হচ্ছে DRDO! ইঙ্গিত রাজনাথের

আগামীদিনে যুদ্ধের গতিপ্রকৃতি ও স্বরূপ সম্পূর্ণ পালটে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

DRDO preparing for future, says defence minister Rajnath Singh | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:December 14, 2021 4:15 pm
  • Updated:December 14, 2021 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘স্টারওয়ার্স’ থেকে শুরু করে ‘টার্মিনেটর’ সিরিজের ছবিগুলিতে হলিউডের পর্দায় বারবার ফুটে উঠেছে ভবিষ্যতের রণাঙ্গনের চেহারা। যে দ্রুততার সঙ্গে প্রযুক্তির উন্নতি ঘটছে তাতে আগামিদিনে যুদ্ধের গতিপ্রকৃতি ও স্বরূপ সম্পূর্ণ পালটে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমন সময়ে দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি হচ্ছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) বলে ইঙ্গিতে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

[আরও পড়ুন: ফের বাজিমাত ভারতের, এবার দেশীয় ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করল DRDO]

মঙ্গলবার ‘প্রিপেয়ারিং ফর ফিউচার’ শীর্ষক ডিআরডিও-র এক সেমিনারে রাজনাথ সিং বলেন, “বর্তমান ও ভবিষ্যতের দুনিয়ায় তৈরি হওয়া বিভিন্ন বিপদের মোকাবিলার প্রস্তুতি করছে ডিআরডিও। যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির কথা মাথায় রেখে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স সংক্রান্ত বিষয় নতুন করে সংযোজন করা হয়েছে।” শুধু তাই নয়, প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “এবার আরও একটি নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছে ডিআরডিও। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে গবেষণা চালাতে মদত দেবে সংস্থাটি।” এদিন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যু নিয়েও শোকপ্রকাশ করেন রাজনাথ সিং।

উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ডিআরডিও-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একের পর এক মিসাইল, যুদ্ধজাহাজ-সহ অত্যাধুনিক হাতিয়ার তৈরি করে দেশকে আরও শক্তিশালী করে তুলেছে সংস্থাটি। গত অক্টোবর মাসে চিন ও পাকিস্তানের মনে আতঙ্ক জাগিয়ে অগ্নি-৫ (Agni-V) ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত। প্রায় ৫ হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি। ফলে ভারতীয় মিসাইলের আওতায় চলে এসেছে চিনের রাজধানী বেজিং।

অগ্নি-৫ ব্যালিস্টিক মিসাইলটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। সফল উৎক্ষেপণের ফলে ভারতীয় সেনায় খুবই শীঘ্রই সংযুক্ত করা হবে এই ক্ষেপণাস্ত্রটিকে। ২০২০ সালে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর জন্য তা পিছিয়ে যায়। এই বিষয়ে জারি করা এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রক জানায়, যে কোনও পারমাণবিক হামলার বিরুদ্ধে জবাব দেওয়ার ক্ষমতা বজায় রাখার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই অগ্নি-৫ মিসাইলের পরীক্ষা করেছে ভারত। তবে যুদ্ধে প্রথম কোনও আণবিক অস্ত্র ব্যবহার করবে না ভারত।

[আরও পড়ুন: প্রতিরক্ষায় ‘আত্মনির্ভর’ ভারত, আকাশ মিসাইলের সফল উৎক্ষেপণ করল DRDO]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement