বুদ্ধদেব সেনগুপ্ত: আগাম হিসেবনিকেশ ছিলই। বাস্তবে সেই অঙ্কই মিলে যেতে বসেছে। রাষ্ট্রপতি নির্বাচনের গণনা চলাকালীন প্রথম রাউন্ডেই দেখা গেল, বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে বিপুল ভোটের ব্যবধানেই পিছনে ফেলেছেন এনডিএ-র পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। অঙ্ক বলছে, প্রথম রাউন্ডে দ্রৌপদীর প্রাপ্ত ভোট ৫৪০, যার ভোটমূল্য মোট ৩ লক্ষ ৭৮ হাজার। আর যশবন্ত সিনহা পেয়েছেন ২০৮ টি ভোট। অর্থাৎ বড়সড় ব্যবধানেই এগিয়ে দ্রৌপদী। ওয়াকিবহাল মহলের মত, পরবর্তী রাউন্ডগুলোয় এই ব্যবধান ঘোচানো প্রায় অসম্ভব। সুতরাং, দেশের পরবর্তী রাষ্ট্রপতি (President) হিসেবে রাইসিনা হিলসে দ্রৌপদী মুর্মুর প্রবেশ আর সময়ের অপেক্ষামাত্র।
রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) প্রথম রাউন্ডের গণনার ফল প্রকাশিত হয়েছে। গণনা শেষে এগিয়ে রয়েছেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। প্রথম রাউন্ডের শেষে দ্রৌপদীর প্রাপ্ত ভোট ৫৪০, অন্যদিকে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা ২০৮টি ভোট পেয়েছেন। দ্রৌপদীর প্রাপ্ত ভোটের মূল্য ৩ লক্ষ ৭৮ হাজার। আর যশবন্তের প্রাপ্ত ভোটের মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ৬০০। সুতরাং প্রথম রাউন্ডের ফলাফলেই স্পষ্ট, এই ব্যবধান বিশাল।
এমনিতে সংখ্যাতত্বের হিসেবে অনেকটা স্পষ্ট ছিল যে এনডিএ (NDA)পদপ্রার্থী এগিয়েই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে। যদিও ১৮ তারিখ ভোটের দিন ক্রস ভোটিংয়ের অভিযোগ উঠেছিল। অন্যদিকে, বিরোধী পদপ্রার্থী যশবন্ত সিনহার আবেদন জানিয়েছিলেন, শুধু রাজনৈতিক লড়াই নয়, এটা তাঁর কাছে আদর্শের লড়াই। আর সেই লড়াইয়ে অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তাঁকে ভোট দেওয়ার ডাক দিয়েছিলেন। দুই শিবিরেরই দাবি ছিল, ক্রস ভোট হয়েছে। তবে বৃহস্পতিবার গণনা শুরু হতে বোঝা গেল, অনেকটা দ্রৌপদী মুর্মু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.