Advertisement
Advertisement
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

টাওয়ারের মাধ্যমে বার্তা পাঠিয়ে কাশ্মীরে অশান্তির চেষ্টা! পাকিস্তানকে হুঁশিয়ারি দোভালের

পাকিস্তান শুধরে গেলেই কাশ্মীর থেকে কারফিউ তুলে দেওয়া হবে, বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

Doval said govt wants to lift restrictions, it all depends Pakistan

পাকিস্তান শুধরে গেলেই কাশ্মীর থেকে কারফিউ তুলে দেওয়া হবে, বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

Published by: Subhajit Mandal
  • Posted:September 7, 2019 8:05 pm
  • Updated:September 7, 2019 8:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর সফরে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সীমান্তের ওপার থেকে কমিউনিকেশন টাওয়ারের মাধ্যমে বার্তা পাঠিয়ে কাশ্মীর উপত্যকাকে অশান্ত করতে চাইছে পাকিস্তান। এমনটাই অভিযোগ অজিত দোভালের। তিনি বললেন, “সীমান্তের ওপারে ২০ কিলোমিটারের মধ্যে পাকিস্তানের কমিউনিকেশন টাওয়ার আছে। সেই টাওয়ারগুলির মাধ্যমে সাংকেতিক বার্তা পাঠিয়ে কাশ্মীরকে অশান্ত করতে চাইছে প্রতিবেশী দেশ। আসলে ৩৭০ ধারা বাতিলের পর থেকে উপত্যকায় অশান্তি না ছড়াতে পেরে হতাশ হয়ে যাচ্ছে পাকিস্তান। তাই কৌশলে কাশ্মীরে নিজেদের লোকদের দিয়ে অশান্তি ছড়াতে চাইছে।”

[আরও পড়ুন: ‘এভাবেও ফিরে আসা যায়’, হাজারও ব্যর্থতা সামলে সাফল্যের আশায় বুক বাঁধছে ইসরো]


অজিত দোভালের দাবি, উপত্যকার ৩৭০ ধারা বাতিল হওয়ার পর লাগাতার অশান্তি ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। কিন্তু, ভারতের গোয়েন্দা দপ্তর আর সেনার তৎপরতায় তা করে উঠতে পারেনি পাকিস্তান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সংবাদসংস্থা এএনআই-কে বলেন, “সীমান্ত থেকে ২০ কিলোমিটারের মধ্যে পাকিস্তানের কমিউনিকেশন টাওয়ার রয়েছে। ওপার থেকে ওরা বার্তা পাঠিয়ে নিজেদের লোকেদের ব্যবহার করে উপত্যকায় অশান্তি ছড়াতে চাইছে।” সীমান্তের ওপার থেকে পাঠানো এমনই এক বার্তার কথা উল্লেখও করেন তিনি। তাতে সীমান্তের ওপার থেকে কাশ্মীরে থাকা পাক এজেন্টদের বলা হচ্ছে, এত আপেল ভরতি ট্রাক কী করে ঘুরছে, তোমরা বাধা দিতে পারছ না? চুড়ি পাঠাব তোমাদের?

 

[আরও পড়ুন: অরুণাচলে ঢুকে রাস্তা বানিয়েছে চিন, প্রমাণ দিল উপগ্রহ চিত্র]

দোভাল এদিন জানিয়ে দেন কাশ্মীর থেকে দ্রুত নিষেধাজ্ঞা তুলে দিতে চাই ভারত সরকার। কিন্তু সেটা নির্ভর করছে পাকিস্তান কেমন আচরণ করছে তার উপর। “যদি পাকিস্তান ভাল আচরণ শুরু করে। ওরা ভারতে সন্ত্রাসবাদী ঢোকান বন্ধ করে। ওরা সিগন্যাল পাঠানো বন্ধ করে। তাহলে আমরা নিষেধাজ্ঞা তুলে দিতে পারি।” জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, কাশ্মীরের প্রায় ৯২.৫ শতাংশে এখন কোনও নিষেধাজ্ঞা নেই। বাকি এলাকাতেও দ্রুত তুলে দেওয়া হবে।এদিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, যে কাশ্মীরে মোট ২৫০০ জনকে আটক করা হয়েছে। আগে সংখ্যাটা আরও বেশি ছিল। অনেকেই এখন ছাড়া পেয়েছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement