সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু হারও। এমনকী, সংক্রমণেও কিছুটা লাগাম পরানো গিয়েছে বলে মনে করছে স্বাস্থ্যমন্ত্রক।এর নেপথ্যে কি লকডাউন? উঠছে প্রশ্ন। শুক্রবার দেশের সংক্রমণের পরিসংখ্যান তুলে ধরে এমনটাই দাবি করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান, লকডাউনের আগে দেশে আক্রান্তের সংখ্যা প্রতি তিনদিনে দ্বিগুণ হচ্ছিল। কিন্তু গত সাতদিনের পরিসংখ্যানে দেখা গিয়েছে, অন্তত ৬ দিন অন্তর আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। দেশের ১৯টি রাজ্যে দ্বিগুণ হারে বৃদ্ধি নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে, কেরল, উত্তরাখণ্ড. হরিয়াণা, হিমাচলপ্রদেশ. চণ্ডিগড়, লাদাখ, পুদুচেরি, দিল্লি, বিহার, ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, অসম। সংক্রমণ রোধে সরকার আপ্রাণ চেষ্টা করছে বলেও জানান তাঁরা।
Before lockdown, doubling rate of #COVID19 cases was about 3 days, but according to data in the past 7 days, the doubling rate of cases now stands at 6.2 days. Doubling rate in 19 States, Union Territories are even lower than average doubling rate: Lav Aggrawal, Health Ministry pic.twitter.com/ycYpchvc2Z
— ANI (@ANI) April 17, 2020
The ratio between recovered #COVID19 patients and deaths stands at 80:20 in India which is higher than that in several other counties: Lav Aggarawal, Joint Secretary, Union Health Ministry https://t.co/fWmvWV74Lw
— ANI (@ANI) April 17, 2020
লব আগরওয়ালের আরও এক পরিসংখ্যান আশার আলো দেখাচ্ছে। তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১৩.৬ শতাংশ সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া রোগীর সংখ্যা মৃত্যু র চেয়ে অনেকটাই বেশি বলে দাবি করা হচ্ছে। দাবি, আক্রান্ত ৮০ শতাংশ রোগী সুস্থ হচ্ছে। মৃত্যু হচ্ছে ২০ শতাংশ আক্রান্তের। এ প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের সচিব বলেন, “এখনও পর্যন্ত ১৭৪৯ জন সুস্থ হয়েছেন। আবার গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ১০০৭ জন আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩,৩৮৭।” তবে গত কয়েকদিনের তুলনায় কমেছে মৃত্যু হার। ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এই পরিসংখ্যান দেখে ওয়াকিবহাল মহলের মতে, লকডাউনের সুফল পেতে শুরু করেছে দেশ। তবে ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে এই সুফল ধরে রাখা যাবে তো? উঠছে প্রশ্নও।
1007 new COVID19 cases, 23 deaths reported in the last 24 hours: Lav Agrawal, Joint Secretary, Ministry of Health pic.twitter.com/PPOjggyqDT
— ANI (@ANI) April 17, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.