Advertisement
Advertisement

Breaking News

COVID-19

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে জরুরি জোড়া মাস্ক, কীভাবে পরবেন? জানাল কেন্দ্র

কীভাবে মাস্ক দুটি পরা উচিত ও কী করা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক।

Double-masking amid COVID-19, Centre releases dos and don’ts | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 10, 2021 9:29 pm
  • Updated:May 10, 2021 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Corona virus) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। শীঘ্রই তৃতীয় ঢেউ আছড়ে পড়ারও ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে শুধু মুখে মাস্ক পরাই যথেষ্ট নয়, প্রয়োজন জোড়া মাস্কের (Double Mask)। নয়া বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানাল কেন্দ্র।

গত মার্চ থেকে করোনার দাপট অনেকটাই বেড়েছে। ভোল বদলে আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে এই মারণ ভাইরাস। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে মোকাবিলায় জোড়া মাস্ক পরার পরামর্শ অনেকদিন আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা। এবার কেন্দ্রের গলাতেও একই সুর। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জোড়া মাস্ক ব্যবহারের উপকারিতা তুলে ধরল তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। সেই সঙ্গে জানানো হল, কীভাবে মাস্ক দুটি পরা উচিত ও কী করা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

[আরও পড়ুন: হোমিওপ্যাথিতেই হবে বাজিমাত, মাত্র ১০ টাকায় ঠেকানো যাবে করোনা! দাবি চিকিৎসকদের]

কী করবেন:
১. দুটি মাস্কের একটি হতে হবে সার্জিক্যাল মাস্ক এবং অন্যটি দুই কিংবা তিন স্তরের কাপড়ের মাস্ক।
২. মাস্ক দুটির নাকের জায়গাটি যেন টাইট থাকে। অর্থাৎ নোজ ক্লিপযুক্ত মাস্ক এক্ষেত্রে বেশি ভাল।
৩. শ্বাস নিতে যাতে কোনও কষ্ট না হয়, তা নিশ্চিত করুন।
৪. কাপড়ের মাস্কটি নিয়মিত ধুয়ে ফেলুন।

কী করবেন না:
১. একই ধরনের দু’টি মাস্ক ব্যবহার করবেন না।
২. একই মাস্ক পরপর দু’দিন পরবেন না।

এনিয়ে JAMA ইন্টারনাল মেডিসিনে একটি জার্নাল প্রকাশিত হয়েছে। গবেষণা বলছে, জোড়া মাস্ক পরলে সার্স-কোভ২-কে প্রতিহত করার ক্ষমতা একলাফে অনেকখানি বেড়ে যায়। তাই সংক্রমণ দূরে রাখতে অবশ্যই মেনে চলুন এই নির্দেশিকা।

[আরও পড়ুন: করোনার মাঝে বাড়ছে ‘কালো ছত্রাকে’র আতঙ্ক, কীভাবে এড়াবেন সংক্রমণ? জানাল ICMR]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement