যোগীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করি।
হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের সার্বিক উন্নয়নের স্বার্থে একের পর এক প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের অন্যতম বড় শহর লখনউকে ‘এআই সিটি’তে পরিণত করার পণ করেছেন তিনি। ডবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন তিনি। রাজ্যবাসীকে উন্নত পরিষেবা প্রদানের জন্য আজ শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করির উপস্থিতিতে লখনউতে দুটি বড় ফোর লেন ফ্লাইওভারের উদ্বোধন করেছেন তিনি।
জানা গিয়েছে, উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইন্দিরা নগর সেক্টর ২৫ থেকে খুররম নগর-কল্যাণপুর ফ্লাইওভার (৩ কিমি)। যার জন্য ব্যয় হয়েছে ২৭০ কোটি টাকা। এবং মুন্সি পুলিয়া চৌরাহা ফ্লাইওভার (২ কিমি)। যা তৈরি করতে খরচ করা হয়েছে ১৭০ কোটি টাকা। এদিনের অনুষ্ঠানেই ৫৮৮ কোটি মূল্যের মোট ১১৪টি উন্নয়ন প্রকল্পও উদ্বোধন করা হয় এবং ভবিষ্যতের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ফ্লাইওভারগুলোর উদ্বোধন করার পর যোগী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে প্রত্যেক মানুষকে উন্নত পরিষেবা আধুনিক প্রযুক্তির মোড়কে মুড়ে ফেলা হয়েছে উত্তরপ্রদেশকে।”
অনুষ্ঠানে যোগী আরও জানান, “১ হাজার কোটি মূল্যের উন্নয়ন প্রকল্প লখনউকে উপহার দেওয়া হয়েছে। এছাড়া লখনউকে বিশ্বমানের পরিকাঠামো দিয়ে একটি মেট্রো শহর হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এই উন্নয়ন প্রকল্প থেকে তার জন্য খরচ হবে ৬০০ কোটি টাকা।” এদিনের অনুষ্ঠানে উত্তরপ্রদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য রাজনাথ সিংয়ের ভূয়সী প্রশংসা করেন যোগী। লখনউতে ভারত ডায়নামিক্স লিমিটেডের (বিডিএল) অধীনে ব্রহ্মোস মিসাইল তৈরির প্রকল্পকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রতিরক্ষামন্ত্রীর ভূমিকাও উল্লেখ করেন তিনি।
এছাড়া অনুষ্ঠানে প্রয়াগরাজের মহাকুম্ভের কথাও ফের একবার বলেন মুখ্যমন্ত্রী যোগী। তিনি উল্লেখ করেন এখনও পর্যন্ত ত্রিবেণী সঙ্গমে ৫০ কোটি ভক্ত আস্থার ডুব দিয়ে দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি মেলা শেষ হতে হতে এই সংখ্যাটা আরও বাড়বে বলে তাঁর আশা। বিশ্বের সব থেকে বড় এই ধর্মীয় সমাবেশে বিপুল ভক্ত সমাগমকে রাজ্যের শক্তি হিসাবেই তুলে ধরেন তিনি। পাশাপাশি মহাকুম্ভ আয়োজোনে দক্ষ ব্যবস্থাপনারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী যোগী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.