Advertisement
Advertisement

মর্গ নেই, প্রকাশ্যেই মৃতদেহের ময়নাতদন্ত করলেন চিকিৎসক

এদিকে অভিযোগ, মর্গ থাকার পরেও খোলা জায়গায় ময়নাতদন্ত করেন চিকিৎসকরা!

Dotors conduct autopsy under open sky
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 7, 2017 6:39 am
  • Updated:February 7, 2017 8:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে হাসপাতালের বেহাল দশা৷ অন্যদিকে হাসপাতালে নেই মর্গও৷ দেশের প্রথম রাষ্ট্রপতি রাজস্থানে আলোয়ারের এই সরকারি হাসপাতালে মর্গের উদ্বোধন করলেও, কোনও মেরামতি না হওয়ায় তা নাকি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এই মর্গ৷ আর এই কারণেই খোলা আকাশের নীচে মৃত ব্যক্তির ময়নাতদন্ত করলেন চিকিৎসকরা৷ সোমবার এই ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো ঘাবড়ে গিয়েছেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা৷

জানা গিয়েছে, রবিবার একটি সরাইখানার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওম প্রকাশ নামের এক ব্যক্তির৷ নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে তিনি পড়ে যান বলেই স্থানীয়দের সন্দেহ৷ মৃত্যুটি স্বাভাবিক নয় বলেই ওম প্রকাশের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়৷ কিন্তু মৃতর পরিবারের সদস্যরা মৃতদেহ হাসপাতাল থেকে ফেরত নিতে এসে রীতিমতো ঘাবড়ে যান৷ তাঁরা দেখেন, কোনও আলাদা কক্ষে নয়, খোলা আকাশের নীচেই চলছে ময়নাতদন্ত৷ চিকিৎসকরা রীতিমতো ঝুঁকে পড়ে ময়নাতদন্ত করছেন৷

Advertisement

(চুরি গেল কৈলাশ সত্যার্থীর নোবেল পদক)

ঘটনাটির বিষয়ে হাসপাতালের ইনচার্জ স্বপ্না যাদব বলেছেন, হাসপাতালে কোনও মর্গ নেই৷ স্থানীয় এলাকার সরপঞ্চ মর্গ তৈরির জন্য টাকা দেবেন বলেও জানান তিনি৷

কিন্তু হাসপাতাল ইনচার্জের এই কথাকে মিথ্যা বলেই জানিয়েছেন স্থানীয় সরপঞ্চ সুনীল ভারদ্বাজ৷ তিনি জানিয়েছেনম, মর্গ তৈরির জন্য তিনি যে টাকা দিয়েছিলেন হাসপাতালকে, সেই টাকায় ৩০ বছর আগেই মর্গ তৈরি হয়ে গিয়েছে৷ কিন্তু মর্গ থাকার পরেও চিকিৎসকরা সেই ঘর ব্যবহার না করে খোলা জায়গায় ময়নাতদন্ত করেন বলে তাঁর অভিযোগ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement