Advertisement
Advertisement
Mamata Banerjee

Mamata Banerjee: মমতাকে নিশানা করে অন্যায় করছেন অধীর, ক্ষোভ শরদ পওয়ারের

কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে অবিলম্বে পদক্ষেপ করার আর্জি এনসিপি সুপ্রিমোর।

Don't target Mamata Banerjee, Sharad Pawar to Adhir Chowdhury | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 28, 2023 10:37 am
  • Updated:September 28, 2023 1:50 pm

স্টাফ রিপোর্টার: ‘INDIA’ জোটের অন‌্যতম শরিক তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অনৈতিকভাবে লাগাতার আক্রমণ করায় বুধবার কংগ্রেসের অধীর চৌধুরীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এনসিপি প্রধান শরদ পওয়ার (Sharad Pawar)। শুধু তাই নয়, ইন্ডিয়া জোটের স্বার্থে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের এমন অন‌্যায় আচরণ অবিলম্বে বন্ধ করতে কংগ্রেস নেতৃত্বকেও দ্রুত হস্তক্ষেপ করারও পরামর্শ দিয়েছেন পওয়ার।

অন‌্যদিকে, পাওয়ারের এমন বক্তব‌্য সমর্থন করে রাজ‌্য তৃণমূল কংগ্রেসের তরফেও অধীরের (Adhir Ranjan Chowdhury) ভূমিকাকে ‘বিজেপির বি টিম’ বলে কটাক্ষ করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এদিন তৃণমূল মুখপাত্র তথা রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, ‘‘বিজেপিকে হটাতে বৃহত্তর স্বার্থে ‘ইন্ডিয়া’ জোট তৈরি হয়েছে। সেখানে সোনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী (Rahul Gandhi), শরদ পাওয়ারদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। অন‌্যদিকে, সিপিএমকে সঙ্গে নিয়ে বিজেপির বি-টিমের ভূমিকা নিচ্ছেন অধীর চৌধুরীরা। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতার সাহায‌্য নেব, আর বাংলার গেরুয়া শিবিরকে সাহায‌্য করতে তৃণমূলের পিঠে ছুরি মারব, দুটো একসঙ্গে চলতে পারে না।’’

Advertisement

[আরও পড়ুন: মেরুকরণের পুরস্কার! রাজস্থান ভোটে গুরুদায়িত্বে সেই বিজেপি সাংসদ বিধুরি]

স্পেন ও দুবাই সফর নিয়ে সোমবারই অজস্র ভুয়া অভিযোগ করে অনৈতিকভাবে মুখ‌্যমন্ত্রীকে কুৎসিত আক্রমণ করেন অধীর চৌধুরী। বিষয়টি সংবাদ মাধ‌্যমে দেখে এদিন তীব্র ক্ষোভে ফেটে পড়েন এনসিপি প্রধান শরদ পাওয়ার। বলেন,‘‘বিজেপিকে সরাতে আমরা ইন্ডিয়া জোটের সব শরিকরা একসঙ্গে লড়াই করছি। সেখানে বাংলায় কংগ্রেসের অধীর চৌধুরী ক্রমাগত তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে যাচ্ছেন। জোটধর্ম মানছেন না, কুকথা বলছেন। উনি অন্যায় করছেন। ‘ইন্ডিয়া’ জোটের স্বার্থেই এগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সর্বভারতীয় কংগ্রেসেরও দেখা দরকার অধীর যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে আক্রমণ না করেন। এক্ষুনি বন্ধ না হলে আখেরে বিরোধী জোটের ক্ষতি।’’

[আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের উপর অসন্তুষ্ট আদালত, জরিমানা হাজার টাকা]

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের স্পষ্ট বক্তব্য, ইন্ডিয়া জোট বৃহত্তর স্বার্থে তৈরি হয়েছে। জোট শরিক সব দল একসঙ্গে কাজ করছে দিল্লি থেকে বিজেপিকে (BJP) সরাতে। জাতীয় স্তরে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে কাজ করছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর বাংলায় অধীর চৌধুরি সিপিএমকে সঙ্গে নিয়ে বিজেপির দালালি করছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ইন্ডিয়া জোটের স্বার্থেই রাজ্য কংগ্রেসের উচিত এই ধরনের কাজ থেকে বিরত থাকা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement