সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সঙ্গে ঠান্ডা লড়াইয়ের জল্পনার মাঝেই এবার কড়া বার্তা উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের। রীতিমতো সুর চড়িয়ে শুক্রবার শিবসেনা প্রধান জানালেন, ‘আমায় হালকাভাবে নিলে ভুল করবেন। মনে রাখবেন, ২০২২ সালে আমিই সরকার বদলেছিলাম।’ কারও নাম না নিলেও সংঘাত জল্পনার মাঝে শিণ্ডের এই মন্তব্যে শোরগোল শুরু হয়েছে মারাঠা রাজনীতিতে।
মহারাষ্ট্রে সরকার গঠনের আগে থেকেই মুখ্যমন্ত্রী মুখ নিয়ে জল্পনা চলছিল। সংখ্যাগরিষ্ঠতার দৌলতে বিজেপির প্রতিনিধি ফড়ণবিস কুর্সিতে বসলেও, তাঁর সঙ্গে একনাথ শিণ্ডের ঠোকাঠুকি লেগেই চলেছে বলে খবর। সরকারের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি এড়িয়ে গিয়েছেন শিণ্ডে। খারিজ করা হয়েছে শিণ্ডে আমলের ১৪০০ কোটি টাকার টেন্ডার। সম্প্রতি জানা যায়, শিণ্ডে-সেনার শিবিরের ২০ জন বিধায়কের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নাকি তুলে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার রুখতেই নাকি এমন পদক্ষেপ করা হয়। এহেন টালমাটাল পরিস্থিতি বারবার বুঝিয়ে দিয়েছে সবকিছু ঠিকঠাক চলছে না মহাজুটির সরকারে।
এরইমাঝে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন একনাথ শিণ্ডে। সেখানে কারও নাম না করেই শিণ্ডে বলেন, “আমি আগেই বলেছি, আমাকে হালকাভাবে নিলে ভুল করবেন। আমি সাধারণ কর্মী ঠিকই, তবে আমি বালাসাহেবের শিষ্য। সেটা যেন ওরা মাথায় রাখেন। আমায় হাল্কাভাবে নেওয়ার জন্য ২০২২ সালে সরকার বদলে গিয়েছে, সাধারণ মানুষের সরকার গঠিত হয়েছে। এবার বলেছিলাম আমি ও দেবেন্দ্রজি ২০০-র বেশি আসনে জিতে সরকারে আসব ২৩২ আসন এনেছি। ফলে আমায় হালকাভাবে নেওয়ার ভুল করবেন না। আমার এই ইঙ্গিত যার বোঝার তিনি বুঝে নিন।”
উল্লেখ্য, ২০২২ সালে শিবসেনা ভেঙে মহারাষ্ট্রে উদ্ধব সরকারের পতন ঘটানোর নেপথ্যে ছিলেন একনাথ শিণ্ডে। দীর্ঘ টালমাটাল পরিস্থিতির পর বিজেপি ও নয়া শিব সেনার উদ্যোগে গঠিত হয় সরকার। পরে তাতে যোগ দেন অজিত পাওয়ার। মারাঠা রাজনীতিতে দুই শিবিরের ঠান্ডা লড়াইয়ের মাঝে এবার সেই অতীত স্মরণ করালেন শিণ্ডে। তাঁর এহেন বার্তায় স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে, তবে কী ফড়ণবিসের সরকার ভাঙার ইঙ্গিত দিলেন ক্ষুব্ধ ডেপুটি!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.