সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুথফেরত সমীক্ষায় সংবাদ মাধ্যমগুলির বিতর্কে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এই ইস্যুতেই এবার হাত শিবিরকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, ‘কংগ্রেস বুঝে গিয়েছে নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর ওদের হার নিশ্চিত। তাই এই নেতিবাচক মানসিকতা। যার ফলেই আলোচনা থেকে পালাতে চাইছে ওরা।’
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ (Amit Shah) বলেন, “কংগ্রেস (Congress) যে বুথফেরত সমীক্ষা সংক্রান্ত আলোচনা বহিষ্কার করবে এতে অবাক হওয়ার কিছু নেই। দীর্ঘ দিন ধরেই নেতিবাচক মানসিকতায় রয়েছে কংগ্রেস। পুরো নির্বাচনে ওরা বলে গিয়েছে, ওরা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। কিন্তু বাস্তবে কংগ্রেস যে বিপুল ভোটে হারতে চলে তার আভাস ওরা পেয়ে গিয়েছে। এখন আর কোন মুখে জনতা ও সংবাদমাধ্যমের সামনে যাবে? তাই ওদের দাবি, বুথফেরত সমীক্ষা ভিত্তিহীন। প্রতিবার ওরা বুথফেরত সমীক্ষায় অংশ নেয়। কিন্তু এবার না নেওয়ার কারণ ওরা বুঝে গিয়েছে হারছে। তাই প্রশ্নের মুখে পড়তে চাইছে না।”
পাশাপাশি রাহুল গান্ধীকে নিশানায় নিয়ে অমিত শাহ বলেন, “রাহুল গান্ধী দায়িত্বে আসার পর থেকেই কংগ্রেসের এই বেহাল অবস্থা। কখনও শীর্ষ আদালতের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলছে, সংসদে বিতর্কে অংশ নেওয়ার বদলে পালিয়ে যাওয়া, এজেন্সি নিয়ে প্রশ্ন তোলা এগুলো ওদের স্বভাবে পরিণত হয়েছে। আমি কংগ্রেস নেতাদের বার্তা দিতে চাই, মুখ ফিরিয়ে পালিয়ে গিয়ে লাভ কিছু হয় না। যদি হার হয়, তবে সামনে দাঁড়িয়ে এই তার মোকাবিলা করতে হবে। নিজেদের হার নিয়ে আত্মচিন্তন করা উচিৎ এবং ঘুরে দাঁড়ানো উচিৎ। বিজেপি এর আগে বহু নির্বাচন হেরেছে কিন্তু কখনও এভাবে পালিয়ে যায়নি। আমি বিশ্বাস করি এই বুথফেরত সমীক্ষা এনডিএ ৪০০ পারেরই পূর্বাভাষ দেবে।”
कांग्रेस को अपनी प्रचंड हार का पता चल गया है, तो अब किस मुँह से मीडिया और जनता को फेस करे? इसलिए, कांग्रेस एग्जिट पोल से भाग रही है।
मैं कांग्रेस पार्टी से कहना चाहता हूँ कि भागो नहीं, हार का सामना करके आत्मचिंतन करो। pic.twitter.com/pxeT3Qw8wA
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) May 31, 2024
প্রসঙ্গত, শনিবারই শেষ হচ্ছে এবারের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ভোটপর্ব। তার পর বুথফেরত সমীক্ষা তথা এক্সিট পোলের আসর বসবে বিভিন্ন টিভি চ্যানেলে। এই পরিস্থিতিতে শুক্রবার এআইসিসির মিডিয়া সংক্রান্ত শাখার ভারপ্রাপ্ত নেতা পবন খেড়া জানিয়ে দেন, কংগ্রেস এবার বুথফেরত সমীক্ষার বিতর্কে অংশ নেবে না। এক্স হ্যান্ডলে তিনি জানান, ‘আসন্ন এক্সিট পোল বিতর্কে অংশগ্রহণ না করার দলের সিদ্ধান্তের বিষয়ে আমাদের বক্তব্য: ভোটাররা তাঁদের ভোট দিয়েছেন। এবং ভোটের ফলাফল মেশিনে বন্দি হয়ে গিয়েছে। ৪ জুন সকলে ফলাফল জানতে পারবেন। কংগ্রেসের মতে, ফলাফল ঘোষণার আগে আলোচনায় অংশ নিয়ে টিআরপি খেলার কোনও যৌক্তিকতা নেই। যে কোনও বিতর্কের উদ্দেশই হল দর্শককে আলোকপ্রাপ্ত করা। কংগ্রেস ৪ জুন থেকে সানন্দে সব বিতর্কে অংশ নেবে।’
आगामी एग्जिट पोल डिबेट्स में पार्टी द्वारा भाग ना लिये जाने के निर्णय पर हमारा वक्तव्य :
मतदाताओं ने अपने मत दे दिया है एवं मतदान के परिणाम मशीनों में बंद हो चुके हैं।
4 जून को परिणाम सबके सामने होंगे। भारतीय राष्ट्रीय कांग्रेस की नज़रों में परिणाम घोषित होने से पहले किसी भी…
— Pawan Khera 🇮🇳 (@Pawankhera) May 31, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.