সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বন্ধু গুলাম নবির আজাদেরও (Ghulam Nabi Azad) পছন্দ নয় অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। শনিবার প্রাক্তন কংগ্রেস নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে দিলেন, ৩৭০ ধারা প্রত্যাহার আর অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ এক বিষয় নয়। এর ফলে একাধিক জনগোষ্ঠীর স্বার্থে ঘা লাগবে। নিজেদের ভালর জন্যই বিষয়টা ভাবতে হবে সরকারকে। সহজে এই কাজ করা যাবে না।
৫০ বছর কংগ্রেস করলেও জীবন প্রান্তে ভোল পালটেছেন আজাদ। পুরনো দল ছেড়েছেন। অন্যদিকে মোদি সরকার তাঁকে পদ্মভূষণ সম্মান দিয়েছে। প্রায় আড়াই বছর আগে রাজ্যসভা থেকে বিদায় নেওয়ার পরও দিল্লির সরকারি বাংলো থেকে উঠে যেতে হয়নি তাঁকে। বহুবার আজাদ প্রশংসায় ভরিয়েছেন মোদিকে, বিপরীত ঘটনাও দেখা গিয়েছে। যদিও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ভিন্ন মত প্রকাশ করলেন ভূস্বর্গের প্রবীণ নেতা।
নয়া দল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির প্রধান আজাদ এদিন বলেন, “বিষয়টা ৩৭০ ধারা বাতিলের মতো সহজ হবে না। এর সঙ্গে একাধিক ধর্মীয় জনগোষ্ঠী জড়িত। শুধু মুসলমানরাই নন, এর ফলে সমস্যায় পড়বে খ্রিস্টান, শিখ, জৈন, পারসি এবং আদিবাসীরা। অতএব, বিষয়টি কোনও সরকারের জন্যই ভাল হবে না।” আজাদ আরও বলেন, “সরকারের প্রতি আমার পরামর্শ, অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ তো দূর, এই বিষয়ে ভাবাও ভুল কাজ হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.