Advertisement
Advertisement

Breaking News

এবার বিদেশি গরুর দুধ বর্জন করার ডাক হিমাচলের রাজ্যপালের

খেতে হবে শুধু দেশি গরুর দুধ।

Don't drink ‘milk’ of foreign cows:HP Governor
Published by: Subhajit Mandal
  • Posted:September 27, 2018 3:08 pm
  • Updated:September 27, 2018 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন ছিল শুধু গরুর গুণগান। এবার গরুর মধ্যেও প্রকারভেদ। হিমাচল প্রদেশের রাজ্যপাল আচার্য্য দেবব্রতর দাবি বিদেশি গরুর দুধ খাওয়া যাবে না। খেতে হবে শুধু দেশি গরুর দুধ। না অর্থনৈতিক সমৃদ্ধি বা আমদানি-রপ্তানির মতো কোনও গভীর আর্থিক কারণে নয়, রাজ্যপালের এই নিদানের কারণ এক্কেবারে আলাদা। তাঁর যুক্তি বিদেশি গরুর দুধ খেলে নাকি মানুষের রাগ এবং আগ্রাসন বেড়ে যায় কারণ, বিদেশির এমনিতেই স্বভাবসিদ্ধভাবে আগ্রাসী এবং রাগী। শুধু তাই নয়, বিদেশি গরুর দুধে রক্তচাপও বেড়ে যায়, ফলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাও বেশি হয়।

[পরকীয়া আর অপরাধ নয়, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের]

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ডাকে গোরক্ষপুর মন্দিরে প্রয়াত মহন্তদের স্মরণসভায় হাজির হয়েছিলেন হিমাচল প্রদেশের রাজ্যপাল। অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ যোগীও। যোগীর সামনেই মঠের ছাত্রদের গরুর গুণাবলী বর্ণনা করেন প্রাক্তন আরএসএস প্রচারক। আর তা করতে গিয়ে গরুর এমন কিছু বিরল বিরল গুণের কথা তুলে ধরেন যা শুনে হয়তো পশু বিশারদদেরও চোখ কপালে উঠবে। আচার্য দেবব্রতর দাবি, দেশি গরু নিরিহ প্রকৃতির হয়। তাই দেশি গরুর দুধই খাওয়া উচিত। আর বিদেশি গরু হয় আগ্রাসী, রাগী। তাই বিদেশি গরুর দুধ খেলে আগ্রাসন রাগ এবং রক্তচাপ বাড়ে। এদিন তিনি দেশি গরুর গোবর এবং গোমূত্ররও প্রচুর প্রশংসা করেন। তিনি বলেন, দেশি গরুর গোবর এবং গোমূত্র থেকে এমন সার তৈরি হয় যা বিদেশি গরু কখনওই পারে না। দেবব্রতর দাবি, বাড়িতে মাত্র একটি গরু থাকলেই তা থেকে ৩০ একর জমির সার তৈরি হতে পারে। অন্যদিকে, মাত্র ১ একর জমির সার তৈরি করতে অন্তত ৩০টি বিদেশি গরুর প্রয়োজন হয়।

Advertisement

[লোকসভা নির্বাচনে ১০০ শতাংশ বুথেই ভিভিপ্যাট, জানাল কমিশন]

উল্লেখ্য, দেবব্রতর আসল বাড়ি হরিয়ানার কুরুক্ষেত্র গ্রামে। নিজের প্রামে প্রায় ২০০ একর জমির উপর একটি ফার্ম রয়েছে আচার্য দেবব্রতর। আর সেই ফার্মে প্রায় ২০০টি গরুও রয়েছে। স্বাভাবিকভাবেই দেশি গরুর প্রতি তাঁর দুর্বলতা থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হল, প্রশংসা করতে গিয়ে বাস্তব বোধ হারিয়ে ফেললেন না তো?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement