Advertisement
Advertisement
RSS farmers body

‘ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না’, এবার কেন্দ্রকে হুঁশিয়ারি আরএসএসের কৃষক সংগঠনেরও

বিক্ষোভরত কৃষকরা দিল্লি চলো অভিযানে অনড়।

Don’t consider our discipline and preference for dialogue as weakness: RSS farmers body | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 25, 2024 11:55 am
  • Updated:February 25, 2024 11:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে কৃষক বিক্ষোভ নিয়ে ঘরে বাইরে চাপে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। এতদিন পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন কৃষক সংগঠন কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যু তুলে বিক্ষোভ হচ্ছিল, এবার খোদ আরএসএসের (RSS) কৃষক সংগঠনও বিঁধল কেন্দ্রকে। আরএসএসের স্বীকৃত কৃষক সংগঠন ভারতীয় কিষান সংঘ বলছে, সরকারের ভূমিকা কৃষক বিক্ষোভ বাড়িয়ে তুলছে।

কৃষক বিক্ষোভে গত বেশ কয়েকদিন পাঞ্জাব-হরিয়ানা সীমান্ত উত্তপ্ত। একাধিক দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে শামিল বেশ কয়েকটি কৃষক সংগঠন। এতদিন তাতে বেশ কিছু কৃষক সংগঠন শামিল হয়েছিল। এবার সংঘ ঘনিষ্ঠ সংগঠনও ঘুরিয়ে কৃষকদের (Farmers Protest) বিক্ষোভকে সমর্থন করল। তবে আন্দোলনের হিংসক রূপের নিন্দাও করেছে ওই সংগঠন।

Advertisement

[আরও পড়ুন: ‘শেখ শাহজাহানের চামড়া, গুটিয়ে দেব আমরা’, বিজেপির স্লোগানের পালটা দিল তৃণমূল]

রাজস্থানের অজমেড়ে ভারতীয় কিষান সংঘের পদাধিকারীদের বৈঠকের পরে মোদি সরকারের সমালোচনার পাশাপাশি আন্দোলনরত কৃষক সংগঠনগুলির একাংশের নিন্দা করা হয়েছে। সংগঠনের দাবি, কৃষকদের নাম করে হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে। কেউ কেউ আবার এই আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোহিনী মোহন মিশ্র বলেছেন, ‘‘সরকার যে মনোভাব দেখাচ্ছে, তা নিন্দার যোগ্য। এর ফলে হিংসা বাড়ার সম্ভাবনা রয়েছে।” তাদের সাফ কথা, আমরা আলোচনা করতে চায়। আমরা নিয়মের মধ্যে থাকতে চায়, সেটাকে দুর্বলতা ভাবার কোনও কারণ নেই।

[আরও পড়ুন: ‘জমি নিয়ে থাকলে ফেরত দিন’, সন্দেশখালি গিয়ে অভিষেকের বার্তা শোনালেন সেচমন্ত্রী]

এদিকে বিক্ষোভরত কৃষকরা দিল্লি চলো অভিযানে অনড়। যদিও ওই অভিযান আগামী এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি ফের অভিযান শুরু করবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement