সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে কৃষক বিক্ষোভ নিয়ে ঘরে বাইরে চাপে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। এতদিন পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন কৃষক সংগঠন কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যু তুলে বিক্ষোভ হচ্ছিল, এবার খোদ আরএসএসের (RSS) কৃষক সংগঠনও বিঁধল কেন্দ্রকে। আরএসএসের স্বীকৃত কৃষক সংগঠন ভারতীয় কিষান সংঘ বলছে, সরকারের ভূমিকা কৃষক বিক্ষোভ বাড়িয়ে তুলছে।
কৃষক বিক্ষোভে গত বেশ কয়েকদিন পাঞ্জাব-হরিয়ানা সীমান্ত উত্তপ্ত। একাধিক দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে শামিল বেশ কয়েকটি কৃষক সংগঠন। এতদিন তাতে বেশ কিছু কৃষক সংগঠন শামিল হয়েছিল। এবার সংঘ ঘনিষ্ঠ সংগঠনও ঘুরিয়ে কৃষকদের (Farmers Protest) বিক্ষোভকে সমর্থন করল। তবে আন্দোলনের হিংসক রূপের নিন্দাও করেছে ওই সংগঠন।
রাজস্থানের অজমেড়ে ভারতীয় কিষান সংঘের পদাধিকারীদের বৈঠকের পরে মোদি সরকারের সমালোচনার পাশাপাশি আন্দোলনরত কৃষক সংগঠনগুলির একাংশের নিন্দা করা হয়েছে। সংগঠনের দাবি, কৃষকদের নাম করে হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে। কেউ কেউ আবার এই আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোহিনী মোহন মিশ্র বলেছেন, ‘‘সরকার যে মনোভাব দেখাচ্ছে, তা নিন্দার যোগ্য। এর ফলে হিংসা বাড়ার সম্ভাবনা রয়েছে।” তাদের সাফ কথা, আমরা আলোচনা করতে চায়। আমরা নিয়মের মধ্যে থাকতে চায়, সেটাকে দুর্বলতা ভাবার কোনও কারণ নেই।
এদিকে বিক্ষোভরত কৃষকরা দিল্লি চলো অভিযানে অনড়। যদিও ওই অভিযান আগামী এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি ফের অভিযান শুরু করবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.