Advertisement
Advertisement

Breaking News

PM Modi

‘রাহুলের মতো আচরণ নয়’, NDA-এর সংসদীয় বৈঠকে সহবতের পাঠ মোদির

NDA-এর বৈঠকে ঘুরিয়ে বিরোধী দলনেতাকে আক্রমণ মোদির।

Don't behave like Rahul Gandhi PM Modi Says at NDA parliamentary meet
Published by: Kishore Ghosh
  • Posted:July 2, 2024 12:21 pm
  • Updated:July 2, 2024 12:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার শাসক-বিরোধী বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের অধিবেশন। রাহুল গান্ধী (Rahul Gandhi) ধর্মের রাজনীতি নিয়ে সরাসরি আক্রমণ করেন বিজেপিকে (BJP)। মঙ্গলবার শাসক শিবিরের সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বিরোধী দলনেতার আচরণের তীব্র নিন্দা করলেন, সংসদ কক্ষে সৌজন্য ও সহবতের পাঠ দিলেন এনডিএ সদস্যদের। মোদির ভাষায়, কখনই রাহুলের মতো আচরণের করবেন না। আপনাদের আচরণ যেন উদাহরণ যোগ্য হয়।

তৃতীয়বার ক্ষমতায় আসার পর শাসক শিবিরের প্রথম সংসদীয় বৈঠক ছিল মঙ্গলবার। ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (NDA) বৈঠকের নেতৃত্ব দেন মোদি। সেখানেই শাসক শিবিরের সাংসদদের তিনি পরামর্শ দেন, রাহুল গান্ধীর মতো আচরণ করবেন না। সংসদ কক্ষে আপনাদের সৌজন্য় ও সহবত যেন উদাহরণ যোগ্য় হয়। রাহুলের নাম তুলে সহবত শিক্ষাকে ঘুরিয়ে আক্রমণ বলেই মনে করছে বিরোধী শিবির। যদিও সরাসরিও কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে আক্রমণ করেছেন মোদি। তিনি বলেন, জওহরলাল নেহরুর পর আমি যে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছি। সহ্য করতে পারছেন না বিরোধী নেতাদের অনেকেই।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: ২০ হাজার টাকার জন্য চুরি, দেখে ফেলায় নাবালিকাকে খুন করে পুড়িয়ে দিল প্রতিবেশী কিশোর!

এনডিএর বৈঠকে শেষে সাংবাদিকদের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “আজকে প্রধানমন্ত্রী আমাদের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিটি সংসদ সদস্য দেশের সেবা করার জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন। তাঁরা যে দলেরই হোক না কেন, জাতির সেবাই আমাদের প্রথম দায়িত্ব।” কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী সহবতের কথা বলার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংসদে তুলে ধরার কথা বলেন।

 

[আরও পড়ুন: ‘ভাই বিরাট তো পাশে রয়েছে’, বিশ্বকাপ জয়ের পরে ভাইরাল রোহিতের মায়ের আবেগঘন পোস্ট] 

উল্লেখ্য, সোমবার নিট প্রশ্নফাঁস কাণ্ড এবং বিরোধীদের কণ্ঠরোধে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার নিয়ে সরব হন সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এইসঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ করেন। বলেন, হিন্দুরা কখনই হিংসা ছড়ায় না। কিন্তু বিজেপি গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে। যদিও আমাদের মনে রাখতে হবে যে বিজেপি এবং আরএসএসই সম্পূর্ণ হিন্দু সম্প্রদায় নয়। রাহুল (Rahul Gandhi) বলেন, “এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তাঁর গলায় সাপ রাখেন অভয়মুদ্রায়। ত্রিশুল হাতে থাকে না। অন্যদিকে, যারা নিজেদের হিন্দু বলছে তাঁরা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে। আপনারা (বিজেপি) হিন্দুই না। হিন্দুধর্মে স্পষ্ট লেখা হয়েছে, সত্যের সঙ্গে দাঁড়াও। সত্যের জন্য লড়াই করো।” একইসঙ্গে তিনি বলেন, ”বিজেপি কিংবা আরএসএস হিন্দু সমাজ নয়।” কংগ্রেস নেতার এই মন্তব্যের পরেই আসরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রাহুলকে উদ্দেশে তিনি বলেন, “আপনি এভাবে গোটা হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন না।” যদিও বিজেপি এবং আরএসএসকেই আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ